হিঙ্গলগঞ্জ ডাকাতি কাণ্ডে নয়া মোড়,গ্রেফতার শিক্ষক

0
88

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ

হিঙ্গলগঞ্জ এর ডাকাতির ঘটনায় নয়া মোড়।গ্রেফতার হলেন শিক্ষক।বসিরহাট মহকুমায় হিঙ্গলগঞ্জ ব্লক এর বাঁকড়ায় গ্রামে গত ২২/৮/২০১৯ রাত্রি একটা পনেরো মিনিট নাগাত নির্মল রায়ের বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীর হামলা হয়েছিল।

teacher arrested in robbery incident | newsfront.co
নিজস্ব চিত্র

ডাকাতি রুখে দিয়েছিল গৃহকর্ত্রীরা। প্রতিবাদ করলে গৃহকর্তা নির্মল রায়, তার স্ত্রী মালতি রায়, সহ ছেলে ও পুত্রবধূ জখম হয়ে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এই ঘটনার জেরে একদিকে বাঁকড়া গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

অন্যদিকে ঘরের তালা ভেঙে রায় পরিবারের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ বেধে যায় সেই রাতে।কিন্তু অবশেষে পালিয়ে যায় ডাকাত।দুষ্কৃতীরা কোনোকিছু না নিয়েই উধাও হয়,এখানেই পুলিশ ধন্দে পড়ে যায়।কেন সশস্ত্র হামলা হলো? পরিবারের উপরে মারধর হলো?

আরও পড়ুনঃ নরেন্দ্রপুর ডাকাতি ঘটনায় গ্রেফতার মূল পান্ডা সহ ৪

ডাকাতি না করে চলে গেল দুষ্কৃতীরা।এই ঘটনার জেরে জেলা পুলিশের চিন্তা বাড়ে।পুলিশ গত কয়েকদিন আগে দু’জনকে গ্রেফতার করলেও বাকি দুজনকে আজ মঙ্গলবার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গ্রাম থেকে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে ফেলে দুষ্কৃতীদের।

আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর তথ্য পায়। এই ডাকাতির পিছনে মূল মাথা এক প্রাইমারি স্কুলের শিক্ষক ফারুক আলী,আর জাহিদ শেখ। এদের দুজনকে গ্রেফতার করে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ।এর আগে দু’জন গ্রেফতার হয়েছিল, তাদেরকে জেরা করে মূল মাথা শিক্ষক কাটাখালি এফ পি স্কুলের ফারুক আলীকে গ্রেফতার করে।সেইসঙ্গে তার এক বন্ধু জাহিদ শেখকেও গ্রেফতার করে।

কেনই বা শিক্ষক এই ষড়যন্ত্রের মূল কান্ডারী ইতিমধ্যে পুলিশ ধন্দে পড়েছেন।মূলত বাঁকড়া গ্রামে নির্মল রায় পরিবারের প্রচুর সম্পত্তি রয়েছে,তাই হাতাতে কি চক্রান্ত করে শিক্ষক?তার জন্য কি এই দুষ্কৃতী হামলা ?না অন্য কোনো কারণ আছে? তা সময় বলবে ।

পুলিশ ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জ ডাকাতির ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন শিক্ষক, আর বাকিরা সব শিক্ষকের বন্ধু।এর পিছনে বিগত দিনে কোনো দুষ্কৃতী কাজের সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও তদন্তে করে দেখছে পুলিশ। বা অন্য কোনো চুরি ডাকাতির ঘটনায় এদের যোগ আছে কিনা সেটাও দেখছে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ।

ধৃত শিক্ষক ফারুক আলী ও বন্ধু জাহিদ শেখ,ধৃত আরো দুইজনকে আজ মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

পরিবারের প্রতি সহানুভূতি সমবেদনা ও আইনি সহযোগিতা জন্য রায় পরিবারে উপস্থিত হন হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল।

গ্রামবাসীদের কথা ও আক্রান্ত নির্মল রায় এর পরিবারের সকল সদস্যদের কথা শোনার পর,অসুস্থ ও আক্রান্তদের সঠিক চিকিৎসার জন্য ব্যবস্থা করেন বিধায়ক এবং সঠিক বিচার পাবে বলে পরিবার ও উপস্থিত গ্রামবাসীদের আশ্বস্ত করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here