মোটর বাইক থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

0
311

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the teacher death fall from bike
মৃত শিক্ষিকা । ফাইল চিত্র

বাইক থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার। দাসপুর থানার নাড়াজোল রানী মৃণালিনী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কবিতা সামন্ত বুধবার রাতে তাঁর দেশের বাড়ি থেকে নাড়াজোলের বাড়িতে ফেরার পথে কাঁটাদরজা সার্কিট বাঁধে বাইক থেকে পড়ে মাথার পিছনে চোট পান।সাথে সাথে তাঁকে নাড়াজোল গ্রামীন হাসপাতালে আনা হয়।অবস্থা আয়ত্বের বাইরে দেখে গুরুতর আহত ওই শিক্ষিকাকে মেদিনীপুরে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

the teacher death fall from bike
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কাশমুলিতে ট্রাক্টারের ধাক্কায় ছাত্রীর মৃত্যু

বছর ৩৫ এর এই দিদিমণি বিদ্যালয়ের ছাত্রছাত্রী,অভিভাবক এবং নিজের সহকারী অন্যান্য শিক্ষক শিক্ষিকার মধ্যেও বেশ জনপ্রিয় ছিলেন।শিক্ষিকার এই অকাল প্রয়াণে মর্মাহত দাসপুর ১ নম্বর ব্লকের নাড়াজোল-২ চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা।

এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে কিসমৎ নাড়াজোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানস আদক বলেন,”আমি এখনও বিশ্বাস করতেই পারছি না কবিতা দিদিমণি আর নেই! আমাদের সাথে ওনার ভীষণ ভালো সম্পর্ক ছিল।দম্ভ কাকে বলে তিনি জানতেন না,সবাইকে ভীষণ আপন করে নিতেন।”

নাড়াজোল সিঙ্গাঘাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপন মাইতি বলেন,”আজ সকালে আমি যখন কবিতার মৃত্যু সংবাদ শুনলাম,আমার কাছে স্বপ্ন মনে হল!ওর দুই সন্তান,ওর স্বামীও যথেষ্ট অসুস্থ!সন্তানদের মুখের দিকে চাওয়া যাচ্ছে না।ওরা যে মা ছাড়া আর কিচ্ছু জানত না।” এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here