শিক্ষকের দাবীতে স্কুলে তালা

0
94

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

The teacher demands a lock in the school
নিজস্ব চিত্র

শিক্ষা দফতর থেকে নোটিশ এসেছে সেই মত বদলি হয়ে গেছেন বিদ্যালয়ের শিক্ষক।তারপরই শিক্ষক চেয়ে বিদ্যালয়ের গেটে তালা ঝোলালো অভিভাবকেরা।

The teacher demands a lock in the school
দিপালী মাইতি দাস,অভিভাবক।নিজস্ব চিত্র

বিদ্যালয়ের সামনে বসে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা।ঘটনা বেলদা জানকি প্রাথমিক বিদ্যালয়ের।প্রসঙ্গত উল্লেখ্য যে,এই বিদ্যালয়ে চারজন শিক্ষক কর্মরত ছিলেন।তারপরই শিক্ষা দপ্তরের নির্দেশে গত দুদিন আগে বদলি হয়ে যেতে হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে।

আরও পড়ুন: শিক্ষক স্কুলে আসেন না,তালা ঝোলালো গ্রামবাসী

The teacher demands a lock in the school
সরস্বতী শাহু,পড়ুয়া।নিজস্ব চিত্র

আর বুধবার দায়িত্ব হস্তান্তরে এসে বিপদে পড়তে হয় শিক্ষককে।বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকরা।তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ে আগে হয় নতুন শিক্ষক নিয়োগ হবেন না হয় পূর্বতন শিক্ষকেই কাজে বহাল রাখতে হবে।

The teacher demands a lock in the school
নিজস্ব চিত্র

বিদ্যালয়ের শিক্ষিকাদের দাবি,স্কুল দফতর থেকে খবর এক মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করা হবে।এদিকে শিক্ষক নিয়োগে প্রতিশ্রুতি মানতে চাইছে না অভিভাবকেরা।তাঁদের বক্তব্য যতদিন পর্যন্ত না শিক্ষক নিয়োগ হচ্ছে ততদিন অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ থাকবে।যতক্ষণ না শিক্ষক নিয়োগ হচ্ছে তার দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে অভিভাবকেরা।

The teacher demands a lock in the school
নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here