ছুটি প্রত্যাহারের দাবিতে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডেপুটেশন

0
91

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

the teacher deputation for protest holidays
নিজস্ব চিত্র

রাজ্য শিক্ষা দফতরের নির্দেশ অনুসারে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা এক ডেপুটেশন দিলেন বিদ্যালয় পরিদর্শক এর কাছে।মঙ্গলবার পূর্বস্থলী উত্তর চক বিদ্যালয় পরিদর্শক এর কাছে  সাত  দফা দাবি নিয়ে এক ডেপুটেশন দেন সদস্যরা।

the teacher deputation for protest holidays
নিজস্ব চিত্র

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুদর্শন কোলে এবং পূর্বস্থলীর সভাপতি প্রদীপ মজুমদার এবং সম্পাদক নীহাররঞ্জন গোস্বামী ও মনোজ সাহা ডেপুটেশনে উপস্থিত ছিলেন।
ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকারের প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেয়া হয়েছে দুই মাসের ছুটি।দীর্ঘদিন ছুটির ফলে ছাত্রছাত্রীরা মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছেন সেই সাথে পঠন-পাঠনের ও ব্যাপক ক্ষতি হচ্ছে।

আরও পড়ুনঃ বর্ধিত ছুটির নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে এবিটিএ-র ডেপুটেশনে

তাই আমরা মনে করি দীর্ঘ ছুটি প্রত্যাহার করে সকালের দিকে স্কুল করানো হোক এবং যাতে মিড ডে মিল চালু থাকে তার জন্য ব্যবস্থা নিক সরকার।দীর্ঘ দিন ছুটি থাকলে পঠন পাঠনের সিলেবাস সম্পূর্ণ করা কখনও সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।বিদ্যালয় পরিদর্শক দিবাকর ঘোষ জানিয়েছেন যে শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া একটি ডেপুটেশন হাতে পেয়েছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো।রাজ্যের প্রায় সব জেলায় দীর্ঘ স্কুল ছুটি নিয়ে সোচ্চার স্কুল ছাত্র থেকে শিক্ষক ও অন্যান্য সংস্থা গুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here