নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বৃহস্পতিবার গুয়াহাটি (আইআইটিজি) এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জাপানের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শিক্ষার্থী জাপানের জিফু বিশ্ববিদ্যালয় থেকে তিন মাসের জন্য একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে ছিল।
আইআইটিজির জনসংযোগ কর্মকর্তা বৃহস্পতিবার আইএনএসকে বলেন, “এক্সচেঞ্জের কার্যক্রম শেষ করে ৩০ নভেম্বর তাঁর হম ইউনিভারসিটিতে ফিরে আসার কথা ছিল।”
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বিকেল ৩ টা থেকে সাড়ে ৩ টার মধ্যে।
আরও পড়ুনঃ পান্ডুয়ায় প্রেমিকাকে খুন আত্মঘাতী প্রেমিক
ইউনিভারসিটির এক কর্মকর্তা জানান, “মৃতের বন্ধুরা ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখে তাঁকে ডেকে পাঠায়। ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে তারা আইআইটিজি কর্তৃপক্ষকে অবহিত করেন। আইআইটিজি কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে বাথরুমের ভেন্টিলেটর থেকে সেই শিক্ষার্থীর দেহ ঝুলছে।”
আইআইটিজি কর্তৃপক্ষ এই ট্র্যাজেডির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) এবং বিদেশ মন্ত্রককে (এমইএ) অবহিত করেছে যাতে শিক্ষার্থীর পরিবার এই দুর্ঘটনা সম্পর্কে অবহিত হয়।
১৯৯৪ সালে স্থাপিত, ব্রহ্মপুত্রের নদীর তীরে উত্তর গুয়াহাটির এই প্রতিষ্ঠান আইআইটিজি দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান। জানা গেছে, গত কয়েক বছরে এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই আত্মঘাতী হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584