চল্লিশ দিন লড়াইয়ের পর প্রয়াত হলেন শিক্ষক প্রদীপ কুমার পাল

0
2165

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the teacher pradip kumar pal death
ফাইল চিত্র

প্রয়াত হলেন ছাত্রদরদী ও জনপ্রিয় শিক্ষক প্রদীপ কুমার পাল।দাঁড়ি পড়লো টানা চল্লিশ দিনের জীবন-মরণ লড়াইয়ের।দুর্ঘটনায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে প্রয়াত হলেন খড়্গপুর লোকাল থানার খেলাড় গজেন্দ্র হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল।

the teacher pradip kumar pal death
ফাইল চিত্র

প্রদীপবাবু ৩১শে মার্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।বিদ্যালয়ের একজন শুধু দক্ষ শিক্ষক হিসেবে নয়,আদর্শ ও মানবতার মূর্ত প্রতীক ছিলেন তিনি।ছাত্র-ছাত্রীদের প্রিয় ছিলেন এই ছাত্রদরদী মানুষটি। ব্যক্তিত্বেও তিনি উজ্জ্বল ভাস্বর।গত ১০ই মে, শুক্রবার, প্রাতঃভ্রমন করতে গিয়ে মেদিনীপুর থেকে দীঘাগামী ‘বাসন্তী’ নামক একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ প্রয়াত বিধায়কের স্মরণ সভার আয়োজনে কালিয়াগঞ্জ প্রেস ক্লাব

তাঁকে মেদিনীপুর সদর হাসপাতালে আনলে সেখান থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়।কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে এতদিন ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার ভোর ৪টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জনপ্রিয় এই শিক্ষকের প্রয়াণে তার বাড়ির পাশাপাশি এলাকা সহ বিদ্যালয় সংলগ্ন এলাকাতে শোকের ছায়া নেমে আসে।

বারবেটিয়ায় বাসিন্দা প্রদীপবাবুর স্ত্রী ও পুত্র -কন‍্যা রয়েছেন। উল্লেখ্য প্রদীপবাবু ১৯৫৯ সালে খড়্গপুর গ্রামীণের সাঁকোয়ার কাছে আমলপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালে খেলাড় স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রদীপবাবু সহকর্মীদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন। বিদ্যালয় অন্তঃপ্রাণ এই শিক্ষক তাঁর অবসরের দিনেই বিদ্যালয়ের উন্নতি কল্পে পঞ্চাশ হাজার টাকা দান করে গেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here