দল ক্ষমতায় না আসা ইস্তক নগ্ন থাকবে পদযুগল,সমর্থক প্রার্থীকে জানালেন তার প্রতিজ্ঞা

0
96

সুদীপ পাল,বর্ধমানঃ

the team become naked without power
নিজস্ব চিত্র

এ যেন ভীষ্মের প্রতিজ্ঞা। নিজের দল যতদিন না রাজ্যে ক্ষমতায় আসছে ততদিন পায়ে জুতো পরবেন না তিনি। পা খালি অথচ পরণে ভালো জামা কাপড়। তিনি বুদবুদ থানার দেবশালা গ্রামের জয়দেব বাগদি। রাজ্যে বিজেপি না জেতা পর্যন্ত চটি-জুতো পরবেন না।

খালি পায়েই সর্বত্র ঘোরাফেরা করবেন এমনই তাঁর পন। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে দেখা করে পুষ্পস্তবক তুলে দিলেন তিনি। জানালেন নিজের প্রতিজ্ঞার কথা। কর্মীর এই পন দেখে অভিভূত বিজেপি প্রার্থী। যা দেখে তিনি বলছেন, আমাদের জিততেই হবে। জয়দেববাবু জানান, বিজেপি করেন বলে তাঁর ওপর অত্যাচার অনেক হয়েছে। অনেকগুলি কেসও দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ সবং এ প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী সাইফুল

জয়দেববাবুকে দেখে তৃণমূল কর্মীদের কটাক্ষ, রাজ্যের মুখ্যমন্ত্রী সময় যে উন্নয়ন হয়েছে তাতে মনে হচ্ছে ওনাকে সারাটাজীবন খালি পায়েই ঘুরতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here