২০১৬-র আইপিএলের থেকেও আমাদের এই দল ভালোঃ বিরাট

0
65

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

সংবাদ চিত্র

 

আইপিএল ইতিহাসে দু’ বার ফাইনাল খেললেও একবারও ট্রফি পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষবার ২০১৬ সালে আইপিএল ফাইনাল খেলে টিম বিরাট। তবে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়।

অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে চারটি সেঞ্চুরি এসেছিল। তবে তারপর থেকে বিরাটের দলের ফল খুব খারাপ হয়। একেবারে শেষের দিকে থাকে আর সি বি, তবে এবার ফল ভালো হবে বলে আশাবাদী কোহলি। তিনি বলেন, ‘এই বছর আমরা ভালো ফলাফল করবো সেই বিষয়ে আমি আশাবাদী। ২০১৬ সালের আইপিএলে আমরা ভালো ক্রিকেট খেলি। তখন থেকে সত্যি কথা বলতে, স্কোয়াড এবং একটি সিস্টেম হিসেবে তৈরী হই ৷ তবে এবারের দলটা সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল, সেই দলের থেকেও বেশি। অনেক কার্যকরী প্লেয়ার এসেছে দলে। ভালো প্রস্তুতি আমরা নিচ্ছি। যা দল সেই অনুযায়ী খেলতে পারলে আমাদের চ্যাম্পিয়ন না হওয়া কোনো ব্যাপার নয়।’

আরও পড়ুন:করোনা আক্রান্ত এমব্যাপে

এখন দেখার বিরাটের কথা মাঠে কতটা কার্যকর করে দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here