কালনায় বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
44

শ্যামল রায়,কালনাঃ

the tmc attack to the bjp leader
নিজস্ব চিত্র

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে একের পর এক। বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ শুক্রবার এমনটাই জানিয়েছেন।পূর্ব বর্ধমান লোকসভার অন্তর্গত কালনায় তৃণমূল কংগ্রেসের ভোটের ফলাফল খারাপ হবার দরুন বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

কালনার ময়নাগড় মল্লিক পাড়ার বাসিন্দা সাধনা দাস কে মারধর করা হয়েছে বলে অভিযোগ। কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন সাধনা দাস,প্রতিবেশী সঞ্জয় দাস এবং মিঠু দাস এর নামে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় বিজেপি মিছিলে অতর্কিত হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সাধনা দাসের অভিযোগ যে সারা ভারতবর্ষে বিজেপির জয়জয়কার সেই আনন্দে এদিন বাচ্চারা বাড়িতে বাজি ফাটায়।এর ফলে প্রতিবেশী সঞ্জয় দাস এর বাড়ির লোকজন ভীষণভাবে ক্ষীপ্ত হয়ে তাদের উপরে হামলা করে।বিজেপির জয় সঞ্জয় দাস এর লোকজনেরা মানতে নারাজ।তাই তাদের উপরে হামলা হয়। যদিও সঞ্জয় দাস ও মিঠু দাস গন্ডগোল বা মারামারি কথা অস্বীকার করেছেন।তাঁরা জানিয়েছেন যে এমন কোন ঘটনা নয় বিষয়টি রাজনীতির ছত্রছায়ায় নিয়ে গেলেন সাধনা দাস।

অন্যদিকে কালনার বালিন্দর গ্রামেও মিতা বাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যে তার ছেলে রাকেশ বাগকে তৃণমূলের লোক জনেরা মারধর করেছে।মিতা বাগের বলেন, “আমরা বিজেপি করি বিজেপির জয়জয়কার ও তৃণমূল হেরে যাওয়ায় এলাকার তৃণমূল কর্মীদের রাগ, তাই আমাদের উপর হামলা।” থানায় মুনমুন বাগ,সৌমিত্র বাগ,সৌরভ বাগ,পিন্টু বাগ ও লাল বাগের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

যদিও অভিযুক্তরা মারধরের ঘটনার কথা অস্বীকার করেছেন তারা জানিয়েছেন যে মিতা বাগ মিথ্যে ভাবে তাদেরকে পুলিশি হয়রানি করানোর জন্যই কেস করেছে।কালনার বিজেপি নেতা সুশান্ত পান্ডে জানিয়ে দিয়েছেন যে ভোটে তৃণমূলের পরাজয়ে আমাদের কর্মী সমর্থকদের উপর হামলা সংঘটিত করছে।যদিও অভিযোগ অস্বীকার করে ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক নেই বলে জানান তৃণমূল নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here