মনিরুল হক,কোচবিহারঃ
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু আজ৷ সকাল থেকেই রাজ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে।কিন্তু ভোট শুরু হওয়ার আগে অশান্তি বাঁধল কোচবিহারের মাথাভাঙ্গায়। তৃণমূলের অভিযোগ, মাথাভাঙ্গায় পঞ্চায়েত প্রধানের ওপর হামলা হয়েছে। ওই হামলার জেরে আহত হয়েছে ৩ জন। অভিযোগ তীর বিজেপির দিকে উঠেছে।
আরও পড়ুনঃ বুকে দলীয় প্রতীক চিহ্ন নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী
বুধবার রাত বারোটা নাগাদ মাথাভাঙার পচগড়া গ্রাম পঞ্চায়েতের ফকিরকুঠি এলাকায় তৃণমূলের একদল বাইক আরোহী সমর্থকের ওপরে হামলা করা হয়। অভিযোগ বিজেপি সমর্থকরাই ওই হামলা চালিয়েছে।ওই হামলায় গুরুতর আহত স্থানীয় পঞ্চায়েত প্রধান অতুল দাস। আহত হয়েছেন তৃণমূলের আরও কয়েকজন নেতা-কর্মী। এলাকায় বাইক নিয়ে টহল দেওয়ার সময়ে ওই হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে বলা হয়েছে বাঁশ, লাঠি নিয়ে তাদের কর্মী-সমর্থদের ওপরে চড়াও হয় বিজেপি সমর্থরা।
হামলার ব্যাপারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন,ওরা কাল রাতে আমাদের পঞ্চায়েত প্রধানকে মেরেছে। মানুষ এর উত্তর দেবে।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584