তার সম্পত্তির অভাব নেই, ঘাটালে টাকা চুরি করতে আসেন নি,কর্মীসভায় দেব

0
488

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

The tmc meeting on dev
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী(দেব) সমর্থনে আজ খড়্গপুর ২নং ব্লকের চাঙ্গুয়াল গ্রামে কর্মী সভার আয়োজন করা হয়।উল্লেখ্য ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্ধারণের পর থেকেই বিরোধী দলের প্রার্থীরা তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর নামে একের পর এক অভিযোগ এনেছে।

The tmc meeting on dev
নিজস্ব চিত্র
The tmc meeting on dev
নিজস্ব চিত্র
The tmc meeting on dev
নিজস্ব চিত্র

কখনও তাঁর বিরুদ্ধে বলা হয়েছে বিগত পাঁচ বছরের আমলে পাঁচ বারও নিজের লোকসভা কেন্দ্রে পা রাখে নি,আবার কখনও অভিযোগ করা হয়েছে ঘাটালে মাস্টার প্ল্যানের “ম”পর্যন্ত হয়নি,সেই বক্তব্যের যোগ্য জবাব দিলেন দীপক অধিকারী ওরফে দেব,এটাই মনে করছে তৃণমূল কংগ্রেসের একাংশ।

আরও পড়ুনঃ কুৎসা অপপ্রচার ছেড়ে উন্নয়নের নিরিখে ভোট প্রচারের বার্তা দেবের

The tmc meeting on dev
নিজস্ব চিত্র
The tmc meeting on dev
নিজস্ব চিত্র

এদিন এই সভায় দীপক অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন কখনও ভোট প্রচারে বিরোধী দলের কোনো প্রার্থীকে ছোট করে প্রচারের মূল হাতিয়ার তৈরি করার চেষ্টা করেননি তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী,যে দিন এই সব পথ অবলম্বন করবে সেই দিন রাজনীতি ছেড়ে দেওয়ার বার্তা দেন তিনি।সেই সঙ্গে বলেন, তাঁর টাকা ও সম্পত্তি অনেক রয়েছে,সুতরাং ঘাটালের সাধারণ মানুষের টাকা চুরি করতে আসেননি দেব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here