মনিরুল হক,কোচবিহারঃ

দুষ্কৃতীদের গুলিতে গুলি বিদ্ধ এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ি বাজার এলাকায়। ওই ঘটনার পর গুলি বিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে কোচবিহার এম জে এম হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।ওই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এলাকা উত্তেজিত থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ওই তৃনমূল কর্মীর নাম প্রসেনজিৎ শর্মা। তার বাড়ি বাজার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে প্রসেনজিৎ শর্মা নামে এক তৃণমূল কর্মী পুন্ডিবাড়ি বাজারের দুই বন্ধুকে দাঁড় করিয়ে বাজারের একটি মিষ্টির দোকান থেকে মেয়ের জন্য মিষ্টি নিয়ে বাইকের কাছে দাড়িয়েছিল। অপর দুই বন্ধু তাদের পরিচিত এক জনের সাথে কথা বলছিল।সেই সময় একটি মোটর বাইকে কয়েক জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ ভগবানপুরে গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী
হাসপাতাল সূত্রে জানা যায়,ওই ব্যাক্তির কোমরের নিচে গুলি লাগে।তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। কে বা কারা গুলি চালিয়েছে তার খোঁজ মেলেনি এখনও।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584