নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
হাতে গোলাপ ফুল আর মুখে মিষ্টি দিয়ে নববর্ষ পালন করল পশ্চিম মেদিনীপুর তৃণমূল ছাত্র পরিষদ।এদিন সকালে শহরের কলেজ স্কোয়ারের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে সংগঠনের ছাত্র-যুবরা পদযাত্রা করে সাধারণ পথচলতি মানুষদের হাতে গোলাপ ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান।দলের মূল সংগঠন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান, “সুখ, দুঃখ, ভালো, মন্দ সব কিছু ভুলে আজকের দিনটিকে আমরা শুধুমাত্র নববর্ষ হিসেবেই পালন করছি।
আরও পড়ুনঃ নববর্ষে মা কালীর আরাধনা দিয়ে শুরু পথ চলা
তাই আমাদের ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে রাস্তায় নেমে সর্ব সাধারণকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।যা হয়তো মেদিনীপুরের ইতিহাসে প্রথম।” গ্রীষ্মের তাপ ইতিমধ্যেই জানান দিচ্ছে অস্বস্তি বেশ বাড়বে কয়েকদিনেই।তবু নববর্ষের আনন্দ বাড়াতে তৃণমূল ছাত্র পরিষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584