ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী শিক্ষিকা বীরবাহা সোরেন টুডু

0
2112

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

The tmc teacher Birbaha soren tudu
প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর বীরবাহা সোরেন টুডু।নিজস্ব চিত্র

বীরবাহা সরেন টুডু।জন্ম জামবনি ব্লকের পড়িহাটির ছোটবনসরো গ্রামে।বছর ৪৮ এর বীরবাহা পেশায় স্কুল শিক্ষিকা।বাবা স্বর্গীয় পদ্মলোচন সরেন।মা লক্ষীমনি সরেন।গ্রামের প্রাথমিক বিদ্যালয়েই শুরু পড়াশুনা।তারপর রানারানি আদিবাসী হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন।

তারপর উচ্চমাধ্যমিক পাশ করেন এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তন থেকে।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর জামবনির কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয় থেকে বিপিএড করেন।বর্তমানে তিনি রোহিনী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

আরও পড়ুনঃ প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন

তাঁর স্বামী রবিন টুডুও পেশায় শিক্ষক। এছাড়া আদিবাসীদের সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলের’ ঝাড়গ্রাম জেলার পারগানা বাবা।এখন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনীতে বসবাস করেন। রবিন টুডু পশ্চিম মেদিনীপুরের কেশীয়াড়ির বাড়িদা হাইস্কুলের শিক্ষক। তাঁদের দুই সন্তান।ছেলে খেরওয়াল বায়ার টুডু অষ্টম শ্রেনীর ছাত্র এবং মেয়ে জিয়ন ইপিল টুডু ষষ্ট শ্রেনীর ছাত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here