নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রত্যাশা ছিলই। সেই মতো জয়ের ধারা অব্যাহত রাখল।প্রত্যাশা মতোই গেরুয়া শিবিরকে এক ধাক্কায় পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল খড়গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
২০,৮১১ ভোটের ব্যবধানে বিরোধীদের পিছনে ফেলেছেন তিনি। গণনা শেষে তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট, বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২২,৫৩০ ভোট। প্রথম রাউন্ডে সবাইকে অবাক করে সিপিএম-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও পরের রাউন্ড থেকেই পিছিয়ে পড়েন তারা। এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা।
কিন্তু পঞ্চম রাউন্ডের পর থেকে তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূলের প্রদীপবাবু। তারপর প্রতি রাউন্ডেই ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলে তৃণমূল।
আরও পড়ুনঃ ভরাডুবির পরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দিলীপের
দিলীপ ঘোষের গড়েই পদ্ম শিবিরকে চূর্ণ করে জয় পেল ঘাসফুল।পাশি জয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। সর্বত্র দলীয় পতাকা নিয়ে উল্লাস সহকারে মিছিল করেন কর্মী-সমর্থকরা। অবশ্য ফলপ্রকাশ নিয়ে এখনও মুখ খোলেননি রাজ্য বিজেপি নেতৃত্ব।
ভোটে পরাজয়ের কারণ হিসাবে উঠে এসেছে গোষ্ঠী দ্বন্দের তত্ব। এমনকি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ওই খড়গপুর কেন্দ্রে গোঁজ প্রার্থী হিসাবে দাঁড়িয়ে ছিলেন দলেরই এক বিক্ষুব্ধ নেতা।
আরও পড়ুনঃ উপনির্বাচনে তৃণমূলের হ্যাট্রিক জয়ে খুশির জোয়ার আলিপুরদুয়ারে
সেই কারণে বিজেপি প্রার্থীর ভোট ভাগাভাগিতে অনেকটাই এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী ভোট প্রচারে ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে প্রচার করায় খড়গপুর কেন্দ্রের সাধারণ ভোটারদের সামনে প্রকাশ্যে চলে আসে বিজেপির গোষ্ঠী কোন্দলের চিত্র।
আর তাতেই কিছুটা বেশ কিছুটা বাড়তি অক্সিজেন পেয়ে ভোটের ময়দানে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584