সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গতকাল ঢোলার হাটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে।লরি এবং জিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়ল।স্কুলছাত্র সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জন,আহত দশ জনের বেশি।
গতকাল বৈকাল পাঁচটা নাগাদ লক্ষীকান্তপুর থেকে গদামথুরা হাসপাতাল মোড়ের পথে যাচ্ছিল যাত্রী বোঝাই জিও গাড়ি,অপর দিক থেকে আসা একটি লরির ঢোলার হাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে মুখোমুখি ধাক্কা মারে।হতাহত হয় জিও গাড়ির যাত্রীরা।আজ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।
এই ঘটনায় মৃত্যু হয়েছে পাথর প্রতিমা ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের অষ্টম শ্রেণীর স্কুলছাত্রের,নাম রাজেশ সর্দার( ১৪)।এছাড়াও শিপ্রা জ্বালানি (৩৪) নামে মহিলার মৃত্যু হয়।তাঁর মেয়ে রিনা জ্বালানি(১৪)গুরুতর আহত।আহতরা ডায়মন্ড হারবার দাস নার্সিংহোমে ভর্তি।।স্থানীয় সূত্রে জানা যায় রাজেশ সর্দার ও রিনা জ্বালানি একই ক্লাসে পড়ে,লক্ষীকান্তপুর গতকাল রবিবার ছুটি থাকায় টিউশনি নেবার জন্য গিয়েছিল।
আরও পড়ুনঃ বেলদায় পথ দুর্ঘটনার জেরে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের
দুর্ঘটনায় মৃত্যু হয় শিপ্রা জ্বালানির ও স্কুল ছাত্র রাজেশ সর্দারের।এছাড়া পাশের অঞ্চল দক্ষিণ রায়পুরের সিদ্ধেশ্বর ময়রা (৫৮),মেয়ে রানু হালদার (৩১) এবং নাতনী শম্পা হালদার(১১) কে নিয়ে ওই গাড়িতে করে নিজের বাড়িতে আসছিল তারাও দুর্ঘটনার কবলে পড়েন।
ওই দুর্ঘটনায় মেয়ে রানু হালদার (৩১) প্রাণ হারায়। সিদ্ধেশ্বর ময়রা এবং নাতনী শম্পা হালদার কে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। আজ সেখানে সিদ্ধেশ্বর ময়রাও প্রাণ হারায় বলে জানা যায়।এই নিয়ে এলাকায় রয়েছে শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584