ট্রেনের ধাক্কায় আহত সারমেয়র চিকিৎসায় পশুপ্রেমী সংগঠন

0
56

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ

ট্রেনের ধাক্কায় খোয়া গেছে তিনটি পা,অসহনীয় যন্ত্রনায় কাতরাচ্ছে সারমেয়টি।সচরাচর এরকম দৃশ্য দেখা গেলেই অবহেলায় প্রাণ যায় সারমেয়র।

the train accident | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্ত এবার পরিণতি একটু ভিন্ন। ট্রেনের ধাক্কায় আহত সারমেয়টি যন্ত্রনায় খবর পেয়ে ছুটে আসেন বারাসাতের একটি পশুপ্রেমীর দল।তখনও বেঁচে আছে সারমেয়টি,সে অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার এক চরম নজির গড়ল বারাসাতের পশুপতি নামক এক পশুপ্রেমীর দল।

বারাসাত লাগোয়া বামনগাছি স্টেশন,রবিবার বিকেল চারটে নাগাদ বামনগাছির দুই যুবক প্রসেনজিৎ ঘোষ এবং সুমিত দাস দেখেন ট্রেনের ধাক্কায় একটি সারমেয় গুরুতর আহত,তিনটি পা খোয়া গেলেও জীবিত অবস্থায় কাতরাচ্ছে।

তখুনি তারা বারাসাতের একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য অর্পিতা চৌধুরীর সাথে যোগাযোগ করে,খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে পশুপতি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামক পশুপ্রেমী সংঘটনের সদস্যরা।

 train accident | newsfront.co
আহত সারমেয়।নিজস্ব চিত্র

নীলাঞ্জনা,লোপামুদ্রা,সুমন্ত,ইত্যাদিরা,আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা সারমেয়টিকে তাদের নিজস্ব গাড়ি করে বারাসাত নিয়ে আসেন এবং আপদকালীন চিকিৎসার বন্দোবস্ত করেন।যদিও বহু চেষ্টার পরেও সারমেয়টিকে বাঁচানো যায় নি।সোমবার দুপুর বেলা ঐ সারমেয়টির মৃত্যু হয় বলে জানায় ঐ সংগঠন।

পশুপতি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে,গোটা দশ-বারো সদস্য নিয়ে তারা দীর্ঘ পাঁচ বছর ধরে এই ধরণের কাজ গুলি করছেন,আরও জানা গেছে যে ২৫ ডিসেম্বর ২০০০ সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করা হয়,এছাড়া সারমেয়দের জন্ম নিয়ন্ত্রনের জন্য নির্বিজকরণ,আহত সারমেয়দের পরিচর্চা এই ধরণের কাজ গুলি তারা সারাবছর ধরেই করেন।

আরও পড়ুন: বীজতলাতেই মৃত্যু কৃষকের

ঐ সংঘটনের সদস্য অর্পিতা চৌধুরীর দাবী, “আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি অযথা ওদের ক্ষতি করবেন না এবং এই নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির আয়োজন করা হয়।”কিন্তু তাদের এই উদ্যম লক্ষ্যে বাঁধ সাধছে অর্থ এবং পর্যাপ্ত পরিমাণে সাহায্য।

ঐ সংঘটনেরই সদস্য নীলাঞ্জনা রায় বলেন, “সারমেয়দের চিকিৎসার খরচ বিপুল,আমাদের তহবিলের অর্থ দিয়ে সমস্ত কাজ করা সম্ভব হয়ে উঠছে না,পশুপতি ওয়েলফেয়ার সোসাইটির বৈধ সরকারি রেজিস্ট্রেশন থাকলেও কোনো সরকারি সাহার্য্য আমরা পাচ্ছি না,সুতরাং অর্থের জন্য সব সময় সব সারমেয়দের চিকিৎসা সম্ভব হয়ে উঠছে না।”

যেখানে বর্তমান সমাজে সারমেয়দের উপর চলছে অবাধে অত্যাচার,বিষ খাইয়ে দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়া,সেই সমাজে মানবিক লক্ষ্যে এগোনোতে অর্থ কতটা বাধা হয়ে দাঁড়াবে সেটাই লাখ টাকার প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here