রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
তালাক প্রাপ্ত নির্যাতিত নারীদের দাবী আদায়ে মুখর রোকেয়া নারী উন্নয়ন সমিতি।এবার নির্যাতিত নারীদের সাথে তাদের সন্তানরাও অত্যাচারিত বঞ্চিত হয়,সেই বঞ্চিত সন্তানদের নিয়ে ট্রেনিং শিবিরের আয়োজন করল রোকেয়া নারী উন্নয়ন সমিতি।
প্রথাগত শিক্ষার সাথে সাথে তারা যাতে মূল্যবোধের সাথে মর্যাদা আদায়ের লড়াইয়ে জয়ী হতে পারে সেই লক্ষ্যেই এই আয়োজন বলে জানালেন,রোকেয়া নারী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদিকা খাদিজা বানু।বহরমপুর পৌরসভা সংলগ্ন ধোপঘাটিতে সমিতির কার্যালয়ে এই শিবির আয়োজিত হয়।আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন রোকেয়া নারী উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপিকা সুজাতা দে(বসু) ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ এস এস বি -র উদ্যোগে যুবকদের জন্য ইলেক্ট্রনিক যন্ত্রের ট্রেনিং ক্যাম্প
মুর্শিদাবাদে তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা সারা দেশের হিসাবে অগ্রনী জেলা হিসাবেই সুপরিচিত।এই সব নারীরা যাতে নির্যাতনটিকেই তাদের ভবিতব্য বলে মেনে না নিয়ে স্বনির্ভর হয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে তার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করার পাশাপাশি রোকেয়া নারী উন্নয়ন সমিতি দীর্ঘ বছর যাবৎ আইনী সহায়তা থেকে সরকারি সাহায্য আদায় করে নিতে সচেতনতার প্রসার থেকে শুরু করে রাস্তায় নেমে আন্দোলনও সংগঠিত করেছে।
সারা রাজ্য এবং দেশে ব্যাপী সেই আন্দোলন সুবিদিত।এবার তাদের উদ্যোগ তালাকপ্রাপ্ত নির্যাতিত নারীদের সন্তানদের মানুষের মতো মানুষ করতে দিশারী হওয়ার।
আজকের এই ট্রেনিং শিবিরে শিশু কিশোরদের মননের বিকাশ ঘটাতে সহায়ক খেলাধূলা গান আবৃত্তি নাটক আলোচনার আয়োজন করা হয়।উন্মুক্ত পরিবেশে এই ট্রেনিং শিবিরে শিশুরাও আনন্দিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584