নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পাঁচশো বছরের পুরনো তেঁতুল গাছে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য।খবর পেয়ে আসে দমকল ও পুলিশে।হঠাৎ করে এত পুরনো গাছে আগুন লাগায় তা দেখতে ভিড় জমায় স্থানীয়রা,আগুন নেভাতে পড়ে য়ায় হুড়োহুড়ি।পরে দমকলের এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে।জানা য়ায় চন্দ্রকোনা থানার ঝাগড়ার ভগিরথপুর গ্রামের চৌধুরী পাড়া এলাকার প্রায় পাঁচশ বছরের পুরানো একটি তেঁতুল গাছে সকাল ১০টা নাগাদ আগুন দেখে এলাকাবাসীরা।
হঠাৎ গাছের উপর আগুন জ্বলতে দেখে এলাকায় ছড়ায় আতঙ্ক।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে না আসায়,তা ভয়াবহ আকার ধারন করে। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।স্থানীয় বাসিন্দা দেবাশীষ দত্ত জানায় এই বহু পুরানো গাছের চারিদিকে প্রচুর বসত বাড়ি,আর সেই গাছের ডগায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ি,কিভাবে আগুন লাগল বুঝতে পারছিনা,গাছটি যদি আগুন সমেত ভেঙে পড়ে বাড়ি ঘরের ক্ষতি হয়,তাই আতঙ্কিত হয়ে পড়ি।
আরও পড়ুনঃ পাটুলিতে খড়ের পালায় আগুন,ঘটনাস্থলে দমকল ইঞ্জিন
দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘাটালের দমকলের কর্মী কল্যান চট্টোপাধ্যায় বলেন,প্রাথমিক অনুমান গাছের পাশ দিয়ে চলে গিয়েছে ইলেকট্রিকের তার,হয়তো শর্টসার্কিট থেকেই গাছটিতে আগুন লাগতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584