কুইজ কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ

0
83

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রবিবার প্রায় সারাদিন ধরে কুইজ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা ও সমাজসেবামূলক কর্মসূচি।

tree planting program | newsfront.co
নিজস্ব চিত্র

অখন্ড মেদিনীপুরের অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে রবিবার সকালে মেদিনীপুর কলেজ-কলিজিয়েট ময়দানে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।

এদিন সকালে কলেজ-কলিজিয়েট মাঠের প্রাচীরের ধারে বেশ কিছু গাছ লাগানো হয় এবং সে গুলোকে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয়।

tree planting program | newsfront.co
বৃক্ষরোপণ।নিজস্ব চিত্র

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মৌসম মজুমদার সভাপতি রিঙ্কু চক্রবর্তী ,সম্পাদক সুজন বেরা,সদস্য গৌতম বসু স্নেহাশীষ চৌধুরী,সুভাষ জানা প্রসূন কুমার পড়িয়া, অমিতেশ চৌধুরী, মণিকাঞ্চন রায়,শবরী বসু,সৌনক সাহু,সুতপা বসু,সাগরময় জানা, শান্তনু ঘোষ,অরুণাংশু পড়িয়া,সুদীপ কুমার খাঁড়া প্রমুখ পাশাপাশি এদিন বিকেলে এলআইসি মোড়ে অনুষ্ঠিত হয় কুইজ কেন্দ্রের সাপ্তাহিক কর্মসূচি ‘মানবিক দেওয়াল।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ মুর্শিদাবাদে

এই মানবিক দেওয়াল কর্মসূচিতে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এবং পাশাপাশি পথচারী মানুষদের হাতে চারা গাছ তুলে দেয়া হয়।এদিন মানবিক দেওয়ালে নিজেদের অতিরিক্ত পোশাক এসে জমা করে যান অনেকেই।

এ দিন ছিলো মানবিক দেওয়ালের ৩৪ তম সপ্তাহ।এদিনের মানবিক দেওয়ালে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের অধ‍্যাপিকা সালেহা খাতুন,শিক্ষিকা আলপনা দেবনাথ বসু, শিক্ষক সন্তু রায় প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here