নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
মঙ্গলবার, নেদারল্যান্ডস থেকে ব্রিটেনগামী একটি নৌকার ফ্রিজ থেকে ২৫ জন যাযাবর যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এএফপি সূত্রে জানা গিয়েছে, কার্গো ভেসেলটিকে ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী শহর ফেলিক্সটোভ এ বাঁধা হয়েছিল। এরপর সেটিকে রটারডামের কাছে ভ্লারিদিনজেন এর ডাচ বন্দরে ফিরে এসেছে।

রটারডাম জরুরী সেবা জানিয়েছে, “একটি জাহাজে উঠে দেখা গেল যে রেফ্রিরাজেটর এ বেশ কয়েকটি লোক পাওয়া গেছে।” এরপর ২৫ জনকে নামিয়ে জাহাজটি বন্দরে ফিরে আসে। জানা গেছে, ওই ২৫ জনকে প্রয়োজনীয় চিকিত্সা সেবা দেওয়া হয়েছে। জাহাজ থেকে বার্তা এসেছিল যে কোনও লোক মারা যায়নি।
আরও পড়ুনঃ গ্রাহকদের জন্য দুঃসংবাদ, মোবাইল খরচ বাড়াচ্ছে জিও
রটারডাম এর পরিষেবাটি জানিয়েছে যে দু’জনকে মেডিকেল চেক আপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। অতিরিক্ত চিকিৎসার জন্য দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মেডিকেল চেক আপের পরে তেইশ জনকে পুলিশ লোকেশন এ স্থানান্তর করেছে।
কার্গো ফেরিটির অপারেটর, ডিএফডিএস বলেছে যে শরণার্থীরা একটি লরিতে উঠে এসেছিল। লরি চালককে গ্রেফতার করা হয়েছে।
একটি বিদেশি গণমাধ্যমকে রটারডাম পুলিশের এক কর্মী জানিয়েছে, “উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে যারা পুরুষ, তাদের পরিচয় এখনও জানা যায়নি। এখন কথা হল এই প্রতিকূল পরিবেশের মধ্যে কাটিয়েও তারা এখন সুস্থ আছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584