বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
ফের একবার ফিরে এলো ২০১৪ র ছন্দা গায়েনের মর্মান্তিক স্মৃতি।আনন্দ বদলে গেল বিষাদে।কাঞ্চনজঙ্ঘা অভিযান শেষে ফেরার সময় অসুস্থ হয়ে মৃত্যু হলো দুই বাঙালি অভিযাত্রীর।গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরও দুইজন।
জানা গিয়েছে,বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ জয়ের লক্ষে কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে ছিলেন হাওড়ার বাসিন্দা কুন্তল কাঁড়ার,বিপ্লব বৈদ্য ও শেখ সাহাবুদ্দিন। কিন্তু শেষ রক্ষা হল না। শৃঙ্গ পৌঁছে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন হাওড়ার বাসিন্দা কুন্তল কাঁড়ার ও সোনারপুরের বাসিন্দা বিপ্লব বৈদ্য। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে দুজনেরই। যদিও শেখ সাহাবুদ্দিন ও রমেশ রাই স্নো ব্লাইন্ডনেস ও তুষারক্ষতে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ বিদ্যুৎপিষ্ট হয়ে যুবকের মৃত্যু
বুধবার রাতে চারজনকেই নিচে নামিয়ে আনার চেষ্টা করা হয়।কিন্তু শেষ চেষ্টা ব্যর্থ হয়। নীচে নামানো সম্ভব হয়নি।অপরদিকে সূত্রের খবর এদিন চারজনকে নামিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584