মনিরুল হক, কোচবিহারঃ
বিএডের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কোচবিহারের বাইশগুড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ছাত্রীর। আহত বেশ কয়েকজন।
বুধবার সকালে কোচবিহারের বাইসগুড়ি এলাকায়। মৃত ওই দুই ছাত্রীর নাম মাম্পী দাস এবং বন্দনা দেব বর্মন। তাদের বাড়ি ত্রিপুরায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বাগডোগরায় স্কুটি-লরির সংঘর্ষ, মৃত ১
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রী বিএডের পরীক্ষা দিয়ে মুর্শিদাবাদ থেকে বাড়ি ফিরছিল। নিউ কোচবিহার স্টেশন থেকে টোটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। টোটোটিতে একটি শিশু সহ আরও তিনজন ছিলেন। বাইসগুড়ি এলাকার উড়ালপুলের সামনে আসতেই দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান টোটোতে ধাক্কা মারে।
এরফলে টোটোর যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। যদিও চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584