নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
গৃহবধূর উপর শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল গৃহবধূর কাকার।ঘটনায় গুরুতর জখম উভয় পক্ষের প্রায় পাঁচ জন।শনিবার গভীর রাতে পুরাতন মালদার রসিলাদহ কোর্ট স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় আহতরা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মালদা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম আমিরুল ইসলাম(৪৫)।তিনি পেশায় কৃষক ও টোটো চালক।গুরুতর জখম মৃতের ভাইপো সেলিম শেখ। অপরদিকে ছেলে পক্ষের গুরুতর জখম হয়েছে নেশারুল ও মুবারক শেখ। দুই পক্ষের বাড়ি একই এলাকায়। জখম প্রত্যকে মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।জানা গিয়েছে মৃত আমিরুল ইসলামের ভাই নাজিরুল ইসলামের মেয়ে মমিনা বিবির সাথে প্রায় আট বছর আগে বিয়ে হয় আমিরুল শেখের।
আরও পড়ুনঃ গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী
বর্তমানে তাদের একটি সন্তান রয়েছে। কিন্তু অভিযোগ,গত কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে অতিরিক্ত পণের দাবি করে আমিরুল ও তার পরিবার। এই নিয়ে গৃহবধূর উপর মানসিক ও শারিরিক অত্যাচার শুরু করে।শনিবার রাতে ফের গৃহবধূর উপর শুরু হয় অত্যাচার।বাবার বাড়ির লোকেরা খবর পেয়ে মেয়েকে মারধোরের প্রতিবাদ করতে যায়।এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
বিবাদ থেকে সংঘর্ষ বাধে।উভয় পক্ষ লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ জন জখম হয়। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জখমদের উদ্ধার করে স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুই পক্ষের চার জনকে মালদা মেডিকেলে পাঠায়।কিন্তু গৃহবধূর কাকা আমিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতা রেফার করে। নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মালদা থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584