বেলডাঙ্গায় অবৈতনিক বিবেক পাঠশালা

0
322

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

the unpaid school in beldanga
নিজস্ব চিত্র

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য মিশন গ্রীন ইউনিভার্সের উদ্যোগে বেলডাঙা থানার অন্তর্ভূক্ত নওদা গ্রামে শুরু হলো ” অবৈতনিক বিবেক পাঠশালা”।

এ যেন আস্ত শান্তিনিকেতন।চার পাশে সবুজ মাঠ,পশ্চিমে জলাভূমি,নির্জন শান্ত পরিবেশ। মৃদু বাতাস।এরই মধ্যে বিশাল বটবৃক্ষ এর নিচেই চলছে পাঠদান।প্রথম দিন আটত্রিশ জন ছাত্রছাত্রী হাজির হয় এই পাঠশালায়।কিন্তু কেন শুরু হলো এই পাঠশালা?ভোটের কারণে এলাকার একমাত্র অবলম্বন দেবপুর উচ্চবিদ্যালয় ছুটি ছিল কুড়ি দিন।

the unpaid school in beldanga
নিজস্ব চিত্র

তার ওপর গ্রীষ্মের ছুটি দীর্ঘ দুই মাস।প্রথম পর্বের পরীক্ষাও সব শেষ হয়নি।তাহলে প্রায় তিনমাস ধরে বিদ্যালয়ের লেখা পড়া স্তব্ধ।এই মতো অবস্থায় Mission Green Universe – নামে একটি সংগঠন যারা মূলত ১ কোটি বৃক্ষ রোপণ এর লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে,তার উদ্ভাবক পেশায় শিক্ষক অর্ধেন্দু বিশ্বাসের উদ্যোগে আয়োজিত হয় বিবেক পাঠশালা।

আরও পড়ুনঃ পালিত হল শ্রীগুরু পাঠশালা উচ্চ বিদ্যালের সুবর্ণ জয়ন্তী বর্ষ

the unpaid school in beldanga
গাছের নিচে পাঠরত শিক্ষার্থীরা। নিজস্ব চিত্র
the unpaid school in beldanga
নিজস্ব চিত্র

প্রথমত এই পাঠশালা শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষা বর্ষের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য।এই বিষয়ে অর্ধেন্দু বিশ্বাস বলেন “আমাদের মূল উদ্দেশ্য আগামীতে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের লেখা পড়ায় যেন ছেদ না পড়ে।আর একটি বিষয় গাছের নিচে পড়াশুনার মাধ্যমে তারা প্রকৃতির প্রতি মমত্বশীল হবে।” আজকের যুগে এই বিবেক চেতনা সত্যিই বিরল।সমাজের বুকে শুধু পুঁথিগত শিক্ষা নয় সামাজিক শিক্ষারও যে সমান প্রয়োজনীয়তা রয়েছেন তা প্রমান করলো এই সংগঠন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here