নাজমুল আলম,টেকডেস্কঃ
ট্রুকলারের বিরুদ্ধে এবার উঠলো অভিযোগ। বেশ কিছু ট্রুকলার ব্যবহারকারী তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন যে গত মঙ্গলবার ঘুম থেকে ওঠার পর যখন তারা তাদের কল লিস্ট চেক করেন তখন জানতে পারেন যে ট্রুকলার এর মাধ্যমে অটোমেটিক একটি ইউপিআই অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে।
এভাবে স্বয়ংক্রিয়ভাবে ইউপিআই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়া বিপদজনক বলে মনে করেন তারা।২০১৭ সালে ট্রুকলার আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে যৌথ প্রয়াসে ইউপিআই বেস্ পেমেন্ট সার্ভিস লঞ্চ করে।
ট্রুকলার ব্যবহারকারীগণ জানিয়েছেন তাদের মোবাইল নম্বর থেকে একটি অচেনা নম্বরে এস এম এস চলে যাচ্ছে।ট্রু কলার ভার্শন 10.41.6 আপডেট করার পর এই সমস্যা হচ্ছে। ব্যবহারকারীদের অনেকের আবার আইসিআইসিআই ব্যাংকের কোন অ্যাকাউন্ট না থাকায় এভাবে ইউপিআই তৈরি হয়ে যাওয়ায় মনে করা হচ্ছে ট্রুকলার বাগ এফেক্টড হয়েছে।
I woke up and checked my android phone, which auto-updated a few apps, including @Truecaller . It automatically, immediately sent an encrypted SMS from my phone to an unknown number, following which @ICICIBank sent me a sms …
— Dheeraj Kumar (@codepodu) July 30, 2019
https://platform.twitter.com/widgets.js
ট্রুকলারের পক্ষ থেকে অভিযোগ স্বীকার করে নিয়ে বলা হয়েছে তাদের সিস্টেম বাগ দ্বারা ক্ষতিগ্রস্থ,নবতম ভার্সনটি আনইন্সটল করে নিতে হবে।তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়ে গিয়েছে!একটি ভার্সন অলরেডি চলে এসেছে,পরবর্তীতে আর কোন সমস্যা হবে না বলে জানিয়েছে ট্রুকলারের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584