ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

করোনা মৃত্যু মিছিলের পরিসংখ্যানে ইতালিকে ছাপিয়ে গেল গেল আমেরিকা যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রাইটার্স সূত্রে জানা গেছে যে শনিবার আমেরিকা যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে ১৯৬০০ পার করে গেছে।মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে থাকা ইতালির মৃত্যু সংখ্যা ১৯৪৬৮। তৃতীয় স্থানে স্পেন। সেখানে মৃতের সংখ্যা ১৬৩৫৩।
The U.S. coronavirus death toll briefly overtook Italy's for the highest in the world, according to Johns Hopkins University. It likely will be higher again soon, because America's recent daily rise in deaths has been much higher than Italy's.https://t.co/bnijrNLYXk
— The Associated Press (@AP) April 11, 2020
মৃত্যু হারের উর্ধগতি দেখে মনে করা হচ্ছিল ইতালিকে পিছনে ফেলা শুধু সময়ের অপেক্ষা। হলোও তাই!
আমেরিকায় করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ নিউইয়র্কে।
এই পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ কেড়ে নেবে আরও অনেক মানুষের জীবন বলেই আশঙ্কা হোয়াইট হাউস টাস্ক ফোর্সের। তাদের অনুমান অনুযায়ী ১ থেকে ২ লক্ষ মানুষের প্রাণহানি হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584