মুনিরুল তারেক, বাংলাদেশঃ
জনতার আস্ফালনের ফল পাওয়া গেলো খুব অল্প সময়ের মধ্যেই। বাংলাদেশে ধর্ষণ বেড়ে যাওয়ায় সম্প্রতি রাজপথে নেমে পড়ে বিভিন্ন সংগঠন এবং সাধারণ নারী-পুরুষ। দাবি ছিলো ধর্ষণ বন্ধে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সপ্তাহে দুয়েকের আন্দোলনের ফসল হচ্ছে, অবশেষে সরকার এই দাবি মেনে নিয়েছে।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর খসড়া আজ সোমবার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।
আরও পড়ুনঃ লকডাউনে ভারতে বেড়েছে শিশুপাচার
আইনমন্ত্রী বলেন, সংশোধিত আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনও থাকছে। আগামীকালই সংশোধিত আইনের অধ্যাদেশ জারি করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিলো যাবজ্জীবন কারাদণ্ড।
আরও পড়ুনঃ দার্জিলিং বাংলার মুকুট ছিল এবং থাকবেঃ লকেট চ্যাটার্জি
‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর ৯(১) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584