নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

শনিবার ফালাকাটা ধুপগুড়ি মোড় রামকৃষ্ণ কলোনি সনদ কুমার রায়ের বাড়ি থেকে সকাল ১১ টা নাগাদ উদ্ধার করল বিষধর গোখরো সাপ। ওই সাপটি উদ্ধার করেন ফালাকাটা যাদবপল্লী এলাকার স্থায়ী বাসিন্দা সর্প প্রেমী শংকর সাহাচৌধুরী। শংকর বাবু খবর পেয়ে তড়িঘড়ি শংকর বাবু ও তার দুই সহকর্মী নিমাই রায় ও বিমান বিশ্বাসকে সাথে নিয়ে ওই বিষধর গোখরা সাপটিকে উদ্ধার করে।
আরও পড়ুনঃ বেলপাহাড়িতে চন্দ্রবড়া সাপের ছোবলে বৃদ্ধার মৃত্যু
সর্পপ্রেমী শংকর সাহা চৌধুরী বলেন,আজকে যে সাপটি উদ্ধার করি আমিও আমার সহকর্মী মিলে সেটা বিষধর গোখরো সাপ।ওই সাপটি প্রায় ৫ ফিট লম্বা।এই সাপ কামড় দিলে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া দরকার।কোন ওঝা ও কবিরাজ দ্বারা ঝাড়ফুঁক না করানোর কথা ও তিনি বলেন।শংকর বাবু আরো জানান উদ্ধার করা সাপটি বনদপ্তরের হাতে আমি ও আমার সহকর্মী মিলে পৌঁছে দিয়ে আসবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584