নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গুরগুরিপাল থানার ধেরুয়া অঞ্চলের শিয়ারবণি গ্রামে অজানা জন্তুর আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।স্থানীয় গ্রামবাসীদের থেকে জানা যায় বুধবার জঙ্গল লাগোয়া এলাকায় এক জন্তুর পায়ের ছাপ এবং রক্তের দাগ দেখতে পায়।
এই খবর পার্শ্ববর্তী গ্রামে ছড়িয়ে পড়লে আতঙ্কের ছায়া নেমে আসে গোটা এলাকায়,এর পর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় বন দফতরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বন দফতর এসে পায়ের ছাপ এবং রক্তের দাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ বিরল প্রজাতির মাকড়সা উদ্ধার ঘিরে আতঙ্ক বালুরঘাটে
তবে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান এই অজানা জন্তুটির বাঘ হতে পারে,উল্লেখ্য গত এক বছর আগে শিয়ারবনি জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল এক রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ।সেই স্মৃতি এলাকার বাসিন্দাদের মনে এখনও গাঁথা,তারই মধ্যে নতুন করে বাঘের অনুমানে আতঙ্কের বাসা বেঁধেছে এলাকাবাসীর মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584