কোচবিহারে নিজে উপস্থিত থেকে ভোট পরিচালনা বিবেক দুবের

0
59

মনিরুল হক,কোচবিহারঃ

the Vote management of cooch behar
ফাইল চিত্র

প্রথম দফার ভোট করাতে কোনও ঝুঁকি নয়।নিজে স্ব-শরীরে উপস্থিত থেকে কোচবিহারের ভোট পরিচালনা করবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।সেই কারণে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত।

গাড়িতে করে বুথে বুথে ঘুরে ভোট পরিচালনা করতে পারেন তিনি।আর সেই কারনেই ইতিমধ্যেই কোচবিহারে এসে পৌঁছান বিবেক দুবে।সার্কিট হাউসে অবজার্ভারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন তিনি।নয়া পুলিশ সুপার অমিত সিংয়ের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ ভোট পূর্ব নিরাপত্তা খতিয়ে দেখতে কোচবিহারে কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

আগামীকাল কেন্দ্রীয় বাহিনীর বণ্টন নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠকে।সূত্রের খবর, বাহিনী বণ্টন নিয়ে প্রাক্তন পুলিশ সুপারের সিদ্ধান্ত বদলের জোরালো সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত,লোকসভা নির্বাচনে কোচবিহারে ভোটার সংখ্যা ১৮ লক্ষ ১০ হাজার ৬৬০। মোট ভোটগ্রহণ কেন্দ্র ২০১০টি।মোট ভোটকর্মী ৮০৪০ জন।কোচবিহারে ৬০০’র বেশি বুথ স্পর্শকাতর। মোতায়েন করা হয়েছে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১০৬০টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

কোচবিহারে মঙ্গলবার আরও ৩ কোম্পানি বাহিনী বাড়ানো হয়েছে।মোট ৪৭ বাহিনী।তাদের মধ্যে ৪৫ কোম্পানি বাহিনী বুথে থাকবে৷বাকি ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুম ও কুইক রেসপন্স টিমে থাকবে৷ ভোটকর্মীদের মনে প্রশ্ন উঠছে, মোট ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটে কোচবিহারে এলেও,অর্ধেক বুথে কেন মোতায়েন করা হচ্ছে?তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি। এরপরই ভোটের একদিন আগে কোচবিহারের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিষেক গুপ্তাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here