সুদীপ পাল,বর্ধমান
স্বাধীনতার পর প্রথম যেবার ভোট হয় সেবারও তিনি ভোট দিয়েছিলেন।সেদিনের কথা বলতে গিয়ে বিহ্বল হয়ে পড়লেন ১০৭ বছর বয়স হারাধন সাহা।
স্বাধীনতার পর প্রথম ভোট থেকে আজ অব্দি যত ভোট হয়েছে সবেতেই তিনি অংশ নিয়েছেন এবং ভোট দিয়েছেন।একটি ভোটও তিনি নষ্ট করেননি বলে জানালেন। আজ সকাল বেলায় স্নান করে পুজো দিয়ে ভোটের লাইনে এসে দাঁড়িয়েছিলেন। সরস্বতীগঞ্জের স্কুলে বুথ হয়েছে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী,ভোটকর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ স্থানীয় ভোটারদের
নিয়ম মেনে লাইনে দাঁড়ালেন।সেনা জওয়ান তাঁকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে অনুরোধ করলেন আগে যাওয়ার। কিন্তু তিনি সিনিয়র সিটিজেনের সুবিধা না নিয়ে লাইনেই দাঁড়ালেন।অবশেষে হাসিমুখে ভোট দিয়ে বেরোলেন বুথ থেকে।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর পুত্র শিবনারায়ন সাহা বিজেপির হয়ে ভোটে দাড়িয়ে ছিলেন।শিবনারায়ন বাবুর ইহলোক ত্যাগ করেছেন।তবে সেবারের কথা বলতে গিয়ে তিনি জানালেন, লালকৃষ্ণ আডবানি সেবার তাঁর ছেলের হয়ে প্রচারে এসেছিলেন।
নতুন ভোটারদের কি বলবেন? তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন থাকলেই নতুন ভোটাররা পথের দিশা পাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584