রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
রাত পোহালেই চতুর্থ দফা।রাজ্য রাজনীতির অন্যতম আসন বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব শুরু হবে।
এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি গ্রহণ বিতরণ (ডিসিআরসি)কেন্দ্র বহরমপুর,কান্দি এবং নওদা থেকে ভোটের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নিয়ে ভোট কেন্দ্রের পথে ভোটকর্মীরা।
আগামীকাল সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে ভোট গ্রহণ পর্ব।
আগামীকাল বহরমপুর লোকসভা কেন্দ্রের মোট ১৮৪৪ টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দান করবেন ১৬ লক্ষ ৩৮ হাজার ৩৭৮ জন ভোটার।যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৪২ হাজার ৯৭২ জন,মহিলা ভোটার ৭ লক্ষ ৯৫ হাজার ৩৬৬ জন,তৃতীয় লিঙ্গের ভোটার ৪০ জন।
আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে অধীর-অপূর্ব টাকা রফার অভিযোগ তুলে বিক্ষোভ
এই লোকসভা কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ৬১হাজার ১৩২ জন,গর্ভবতী মহিলা ভোটারের সংখ্যা ২১ হাজার ৮৩৯ জন,দুগ্ধদাত্রী মা ভোটারের সংখ্যা ২১ হাজার ৫০৯ জন,পরিযায়ী শ্রমিক ভোটারের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৭৩৮ জন।
এই লোকসভা কেন্দ্রে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ জন।লোকসভা কেন্দ্রে ৪০১ জন মাইক্রো অবজারভার থাকছে ৬০ টি ভিডিও ক্যামেরা,২৩৫ টি সিসিটিভি ক্যামেরা।ওয়েব কাস্টিং ২৬৪।
ষোড়শ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন,জাতীয় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী,তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ছিলেন গায়ক ইন্দ্রনীল সেন, বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী ছিলেন শিক্ষক প্রমথেশ মুখার্জী এবং বিজেপি মনোনীত প্রার্থী দেবেশ অধিকারী।
২০১৪ র লোকসভা নির্বাচনে ৫০.৫৪ শতাংশ ভোটে জয়ী হয়ে চতুর্থবারের জন্য বহরমপুরের সাংসদ নির্বাচিত হন অধীর রঞ্জন চৌধুরী।এবার এই লোকসভা কেন্দ্রে পঞ্চমবারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি।
সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অন্যতম জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী,তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অপূর্ব সরকার, বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য,এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কোন প্রার্থী না দেওয়া হলেও আরএসপির দলীয় প্রার্থী ঈদ মহম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিরাপত্তার দায়িত্বে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে থাকছে ৬৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584