রাস্তা নির্মাণে নিম্নমানের দ্রব্য ব্যবহারের অভিযোগ করায় হুমকি

0
90

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the warning about the road repairing
নিজস্ব চিত্র

নির্মিয়মান রাস্তার পাশে থাকা গাছ কাটার পাশাপাশি রাস্তার নির্মাণে নিম্নমানের ইমারতি দ্রব্য ব্যবহারের অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে।বিজেপির সর্মথকেরা প্রতিবাদ করায় বচসা শুরু হয় তৃনমূলের সঙ্গে।তাদেরকে মারধরের পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির।নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বিজয়বাটির ঘটনা।ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।শুরু হয়েছে দুই দলের চাপানউতোর।

the warning about the road repairing
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
the warning about the road repairing
নিজস্ব চিত্র

স্বাধীনতার পর এই প্রথম গ্রামে ঢুকছে নতুন রাস্তা ।ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাম আমল থেকে পরিকল্পনা ছিল কয়লাঘাটা থেকে কালিস্থান অন্যদিকে কালিস্থান থেকে কসতলা নির্মিত হবে পিচের রাস্তা।কোথাও মাটি কোথাও বা ইটের হার বেড় করা রাস্তা দিয়ে চার পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

the warning about the road repairing
বঙ্কিম হাজরা,স্থানীয় বিধায়ক

দীর্ঘদিনের মানুষের দাবি ছিল ভালো রাস্তা।সেই স্বপ্ন পূরন হতে চলেছে লোকসভা নির্বাচনের পর।গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ডের সহযোগে ৩ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজ শুরু হয়।ঢালাই রাস্তার সিডুল অনুযায়ী হবে কাজ।

আরও পড়ুনঃ পুলিশের জিভ ছিঁড়ে নেওয়া, হাত পা ভেঙে দেওয়ার হুমকি বিজেপি নেতার

the warning about the road repairing
হিমাংশু মন্ডল,স্থানীয় বিজেপি কর্মী।নিজস্ব চিত্র

চওড়ায় হবে সাড়ে আটফুট।উচ্চতা হবে ছয় থেকে আট ইঞ্চি। রাস্তা নির্মান করতে গিয়ে গাছ কাটে বিজেপি সর্মথক প্রদ্বীপ মুনিয়ার।রাস্তা সোলিং হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃত ভাবে গাছ কাটে বলে দাবি করেন।

the warning about the road repairing
আরতি মুনিয়া,ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য(যার বাড়ির গাছ কাটা হয়েছে।)।নিজস্ব চিত্র

গ্রাম বাসিদের অভিযোগ যে অনুপাতে ইমারতি দ্রব্য দিয়ে কাজের কথা তা সম্পূর্ন করছেনা কনট্রাকটার জয়দেব পুরকাইত।যার মদত দিচ্ছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব।যার ফলে ক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করার ডাক দেন গ্রামবাসি থেকে বিজেপির সর্মথকেরা।বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান ।বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দেন সাগর বিধানসভার বিধায়ক বম্কিম হাজরা।দক্ষিন সুন্দরবনের মানুষদের কথা মাথায় রেখে আদৌও কি সঠিক কাজে সঠিক রাস্তা ফিরে পাবে।তা সময়ই বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here