অতিরিক্ত জলোচ্ছ্বাসের সতর্কতা জারি দিঘায়

0
42

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

নিজস্ব চিত্র

দিঘা সমুদ্র গর্ভে অতিরিক্ত জলোচ্ছ্বাসের ফলে পর্যটকদের সর্তকতা জারি করা হয়েছে।বুধবার সমুদ্রগর্ভে ব্যাপক জলোচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

সেইমতো প্রশাসনের নির্দেশ অনুযায়ী কোন পর্যটক যাতে সমুদ্রের না নামে তার কঠোর সর্তকতা জারি করা হয়।মূলত জোয়ারের সময় এলেই দিঘা প্রশাসনিক দফতর থেকে সমস্ত পর্যটকদের মাইকিং করে সর্তকতা জারি করা হয়।

loacal person | newsfront.co
সত্যজিৎ জানা,স্থানীয় বাসিন্দা।
the warning in digha | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দিঘার সৈকতে নিষিদ্ধ ঘোড়ায় চড়া

অন্যদিকে দিঘা উপকূলবর্তী এলাকায় নজর থাকে প্রশাসনের,বুধবার দুপুর থেকে জোয়ার শুরুর সময় ফুলে ফেঁপে ওঠে সমুদ্র।৭-৮ ফুট উচ্চতার দামাল ঢেউ একে একে আছড়ে পড়ে গার্ডওয়ালের ওপর।জল ঢুকে পড়ে সৈকত সরণির রাস্তায়।জলোচ্ছ্বাসে মাতেন পর্যটকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here