নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আজ বিকেল নাগাদ আনন্দপুর থানা এলাকায় তৃণমূল কর্মীরদের বাড়ি থেকে বের করে এনে মারার হুমকি দিলেন ভারতী ঘোষ।

এমনকি কুকুরের মতো মারবে বলে এমনই মন্তব্য করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ,তিনি আরও বলেন উত্তরপ্রদেশ থেকে এক হাজার লোক নিয়ে এসে এ রাজ্যে ঢোকাবেন এমনই হুমকি দেন ভারতী ঘোষ।উল্লেখ্য গত কয়েক দিন আগে বিজেপি কর্মী সহ বেশ কিছু মহিলা কর্মীদের উপর শ্লীলতাহানি এবং মারধর করা হয় এই ঘটনায় দশ থেকে বারো জন মহিলা আহত হন,তারই নিদান দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
অন্য দিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নারায়ণগড় বিধানসভা এলাকা থেকেই মূলত ভারতী ঘোষের সুরে সুর মেলালেন।তিনি বলেন, ভারতী ঘোষ যা বলেছে ঠিক বলেছে,আর উত্তরপ্রদেশ থেকে লোক আনতে হবে না বাংলার লোক তাঁদের বুঝিয়ে দেবে, এমনই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে হুমকি ভোটদানে বাধার অভিযোগ, নিরাপত্তার দাবীতে ভোট বয়কট বেলডাঙ্গায়

অন্য দিকে আজ কেশপুর এলাকার রাধাবল্লভপুরে মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম বলে কটাক্ষ করেন কিছু যুবক,এই পরিস্থিতিতে দিলীপবাবুর মন্তব্য করেন, “আমরা যদি জয় শ্রীরাম বলি তাহলে ওনার মনে হয় গালাগালি দিচ্ছে আবার আমাদের বাবুল সুপ্রিয় যখন গান করেন তখন মনে হয় মেশিনগান চালাচ্ছে।” এদিন এমনই কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584