নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মুক্তি পেল প্রিয়াঙ্কা চোপড়া-রাজকুমার রাও অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’। কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে, তা স্বত্ত্বেও মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট।
অবশেষে শুক্রবার, ২২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেল এই চর্চিত ছবি। অরবিন্দ আদিগার লেখা বুকার প্রাইজ জয়ী উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। প্রিয়াঙ্কা-রাজকুমারের পাশাপাশি এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর্শ গৌরব।
মুক্তির মাত্র কয়েকঘন্টা আগে এই সিনেমার উপর তড়িঘড়ি নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করে আদালত।মার্কিন প্রযোজক জন এন হার্ট জেআর আবেদন খারিজ করে দেন বিচারপতি সি হরি শঙ্কর। ছবির মুক্তি না আটকালেও এই মামলা নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করেনি আদালত। মামলার পরবর্তী শুনানি ২২ মার্চ।
আরও পড়ুনঃ ভাবমূর্তি নষ্টের অভিযোগে ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ নির্মাতা, অ্যামাজন প্রাইমকে নোটিশ শীর্ষ আদালতের
জানা গিয়েছে, ২০০৯ সালে আদিগার থেকে এই উপন্যাসের সত্ত্ব কিনেছিলেন প্রযোজক। আদালত জানায়, এটা কারোর অজানা নয় যে, ‘দ্য হোয়াইট টাইগার’ উপন্যাস নিয়ে ছবি তৈরি হচ্ছে, একদম শেষ মুহূর্তে ছবির মুক্তি আটকানোর চেষ্টা অর্থহীন। গত দেড় বছর ধরে এই ছবি নিয়ে সংবাদমাধ্যমে চর্চা চলছে।
আরও পড়ুনঃ অগ্নিকাণ্ডে কোভিশিল্ড সুরক্ষিত থাকলেও ক্ষতিগ্রস্ত অনান্য ভ্যাকসিন
হার্ট এবং তাঁর সহকারী সোনিয়া মুদভাটকল কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনেন। তাঁদের আইনজীবী কপিল শঙ্খ আদালতকে জানায়, তাঁর মক্কেলরা আর্থিকভাবে এবং এই ছবি মুক্তি পেলে ব্যক্তিভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে দ্য হোয়াইট টাইগারে প্রযোজকদের তরফে জানানো হয়, গত বছর অক্টোবরে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মুদভাটকল।
নির্দিষ্ট সময়ে জবাব দেওয়া হয়েছিল, এরপর থেকে আর কোনও আপত্তি জানাননি তাঁরা। অনলাইনে শেষ মুহূর্তে মুক্তি আটকালে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন তাঁরা, এই দাবি মেনে নিয়ে মুক্তিতে সবুজ সংকেত দেয় আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584