ট্রেন থেকে নিখোঁজ স্ত্রী, অপহরণের অভিযোগ স্বামীর

0
107

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

the wife kidnap from train | newsfront.co
নিখোঁজ লিলিমা রায়।ফাইল চিত্র

সোনার আলঙ্কার ছিনতাই করতে এসি কামরা থেকে মহিলা যাত্রীকে অপহরণের ঘটনা ঘটল ডাউন ব্রহ্মপুত্র মেলে।সোমবার ভোরে বারারোয়া স্টেশন পার হওয়ার পর থেকে নিখোঁজ হয় মহিলা।ট্রেনের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে মহিলার স্বামী।

না পেয়ে জামালপুর স্টেশনে নেমে পড়েন। সেখানে রেল পুলিশের পক্ষ থেকে কোন সাহায্য না মেলায় ফিরে আসে মালদা টাউন স্টেশনে।রাতে মালদা টাউন স্টেশনের জিআরপি থানায় অভিযোগ দায়ের করে মহিলার স্বামী।

the wife kidnap from train | newsfront.co
অভিযোগপত্র হাতে পরিবার।নিজস্ব চিত্র

রবিবার রাত ৮ নাগাদ ধূপগুড়ি স্টেশন থেকে রাজু রায় বর্মন তার স্ত্রী লিলিমা রায় বর্মণ শ্যালক বিশ্বজিৎ রায় ও পাঁচ বছরের ছেলে মায়াঙ্ক রায় বর্মনকে নিয়ে দিল্লীগামী ব্রহ্মপুত্র মেলে ওঠেন দিল্লী যাওয়ার জন্য।তাদের বাড়ি কোচবিহার জেলার দিনহাটা ব্লকের ঝুড়িপাড়া।

কিন্তু বর্তমানে থাকে হরিয়ানার বাহাদুরগড়। সেখানেই যাওয়ার উদ্দেশ্য ট্রেনে ওঠে। এসি এ ১ কামরায় তাদের টিকিট ছিল। সোমবার ভোর নাগাদ ট্রেনটি বারারোয়া স্টেশন ছাড়ার পর ওই মহিলা শৌচাগার যায়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায়।

আরও পড়ুনঃ নিখোঁজ পড়ুয়ার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার,প্রাথমিক অনুমান চিতার আক্রমণ

মহিলা তার ফোন ব্যাগের মধ্যে ফেলে যায়। ট্রেনের টিটি ও পুলিশকে বিষয়টি জানায়। তারপর খোঁজ না মেলায় জামালপুর স্টেশনে নেমে পড়ে। সেখানে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে।কিন্তু কোন সাহায্য না পেয়ে ফিরে আসে মালদা টাউন স্টেশনে।

সোমবার গভীর রাতে মালদা জিআরপি থানায় অভিযোগ দায়ের করে।

নিখোঁজ মহিলার স্বামীর অভিযোগ,তার স্ত্রীর গলায় হাতে কানে সোনার অলঙ্কার ছিল। সেগুলি ছিনতাই করতে কেউ বা কারা অপহরণ করেছে।তবে অভিযোগের ভিত্তিত্বে তদন্তের আশ্বাস দিয়েছে মালদা জিআরপি থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here