সুদীপ পাল,বর্ধমানঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন কোন রাজনৈতিক দল বিজয় মিছিল করতে পারবে না।কিন্তু তারপরেও পূর্ব বর্ধমানের আউসগ্রামের নানা এলাকায় বিজেপি বিজয় মিছিল করছে।
অভিরামপুর থেকে শুরু করে এরাল এবং আউসগ্রামের বিভিন্ন জায়গায় তৃণমূল বিজয় মিছিল করছে।তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ অভিযোগ করে বলেন, বিজয় মিছিলের নামে বিজেপি অস্ত্র হাতে মিছিল করছে। যদিও তৃণমূল নেতার এই বক্তব্য অস্বীকার করেছে বিজেপি নেতা স্মৃতিকান্ত মন্ডল।
আরও পড়ুনঃ গোয়ালতোড়ে বিজয় মিছিলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
তাঁর বক্তব্য,অস্ত্র নিয়ে মিছিল করেনি কেউ। মানুষকে অভিনন্দন জানাতেই এই বিজয় মিছিল।আউসগ্রামের এই মিছিলে ছিলেন বিজেপি নেতা বিজয় হাজরা, মেঘনাদ পাল প্রমুখরা। আউসগ্রামের কোটা,রঘুনাথপুর ইত্যাদি অঞ্চলে বিজেপি বিজয় মিছিল করছে।
নিষেধাজ্ঞা জারির পরেও কিভাবে বিজেপি বিজয় মিছিল করছে এই সম্পর্কে প্রশ্ন করা হলে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি সন্দীপ নন্দী বলেন, নিয়ম করে বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী আইনের মাধ্যমে সাধারণ মানুষের আবেগকে চাপা দেওয়ার চেষ্টা করছেন।যদিও সাধারণ মানুষ তা মানতে নারাজ এবং রাস্তায় নেমে বিজয় উৎসব পালন করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584