সামনে এল বাংলায় সংবাদমাধ্যমের ছদ্মবেশে রাজনৈতিক প্রচারের ওয়েবসাইট তালিকা

0
121

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সংবাদের ছদ্মবেশে ডিজিটাল মিডিয়ায় দাপট বাড়ছে রাজনৈতিক প্রচারের চ্যানেল, ওয়েবসাইটের। পাখির চোখ ২০২১-এ বাংলার বিধানসভা নির্বাচন। ২০১৮’ র পর থেকে অন্ততপক্ষে ৩০টি চ্যানেল, ওয়েবসাইট তৈরি হয়েছে যেগুলো সংবাদ চ্যানেলের মোড়কে রাজনৈতিক প্রচারের কাজ চালায়। পরিবেশিত সংবাদগুলি কোন সংবাদ সংস্থা থেকে যাচাই করা নয় এবং সর্বোপরি ফেক নিউজ।

digital media | newsfront.co
প্রতীকী চিত্র

সংবাদ মাধ্যম ‘ দ্যা ওয়্যার’- এর নিজস্ব তদন্ত সূত্রে প্রকাশ এই চ্যানেলগুলি বেশিরভাগ ডিজিটাল মাধ্যমে এসেছে ২০১৮ থেকে ২০২০’র মধ্যে এবং মূলত ভারতীয় জনতা পার্টির পক্ষে এরা প্রচার চালায়। এই চ্যানেলগুলি যে তথ্য বা ভিডিও পরিবেশন করে সবই বাংলা ভাষায়।

দ্যা ওয়্যার’র রিপোর্টে কিছু চ্যানেলের নাম ও প্রকাশ করা হয়েছে, সেগুলি হলো ইন্ডিয়া রাগ( India Rag), বার্তা টুডে(Baarta Today), ক্যাম্পেন কলিং মিডিয়া(Campaign Calling Media),ভারত নিউজ( Bharat News), বঙ্গদেশ( Bangodesh) , কলকাতা প্রাইম টাইম(Kolkata Prime Time), টাইমস বেঙ্গল(Times Bengal), বেঙ্গল নিউজ ২৪(Bengal News 24), সম এক্সট্রা(SOM Extra), বেঙ্গল টাইমস(Bengal Times), জিএস মিডিয়া(GS Media) এবং 4ইউ বাংলা( 4u Bangla)।

আরও পড়ুনঃ সত্য খবরের গ্রহণযোগ্যতায় শীর্ষে মুদ্রিত সংবাদ মাধ্যম, দাবি সমীক্ষা রিপোর্টের

এই চ্যানেল এবং ওয়েবসাইট গুলির ৮০% কোথাও তাদের মালিকানা সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করেনি। আর বাকি ২০% খুবই অস্পষ্ট কিছু তথ্য দিয়ে রেখেছে যেমন, ” আমরা একটি নিউজ পোর্টাল”, ” এই চ্যানেল পশ্চিমবঙ্গের দৈনন্দিন সংবাদ ও তথ্য পরিবেশন করে” এই জাতীয় তথ্য।

আরও পড়ুনঃ সাংবাদিক রাজীব শর্মার গ্রেফতার উঁচুতলার নির্দেশে! সরব প্রেস ক্লাব অফ ইন্ডিয়া

তাদের সংবাদগুলিতেও কে লিখেছেন তার কোন নাম থাকেনা, থাকলেও কালেভদ্রে শুধু একটি পদবিবিহীন নাম ; বেশির ভাগ ক্ষেত্রেই থাকে নিজস্ব সংবাদদাতা, এডমিন, ডেস্ক এই জাতীয় কিছু।

‘দা ওয়্যার ‘২৬ টি ইউটিউব চ্যানেলকে চিহ্নিত করেছে যেগুলি এই সংবাদ চ্যানেলগুলির মতোই কাজ করে, ২০২০ থেকে। তারমধ্যে সব থেকে নতুন চ্যানেলটি আত্মপ্রকাশ করেছে ২২ আগস্ট ২০২০। ১১টি ইউটিউব চ্যানেল কাজ শুরু করেছে ২০১৯ থেকে, ৪ টি ২০১৮ থেকে এবং ৬ টি ২০১৭ থেকে- তাদের পেজ থেকে এই তথ্য জানতে পেরেছেন ‘ দ্যা ওয়্যার’-র সাংবাদিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here