নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অাজ ভোরের অালো ফুটতেই ঘাটালের খড়ার সুলতানপুর রাস্তার ধারে গোবিন্দপুরের কাছে এক কাঠ মিলে অাগুন লাগে তারপর অাগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হল মিলটি।
স্থানীয় মানুষ ও গ্রামবাসীদের দাবী ভোররাতেই মিলটিতে আগুন লেগেছিল। অাজ সকালে আগুন দেখে স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।ততক্ষণে আগুনের শিখায় ভস্মীভূত মিলের অধিকাংশ কাঠের লগ ও মেশিন।
আরও পড়ুনঃ দমকলের ‘গদাইলস্করি চালে’ ভস্মীভূত পাঁচটি বাড়ি
কাঠ চেরাই মিলের মালিক সুনীল জানা বলেন,কি কারণে কাঠমিলে আগুন লাগলো তিনি বুঝে উঠতে পারছেন না। আগুনে লক্ষাধিক টাকার উপর ক্ষতি হল। কি কারনে অাগুন লাগল দমকলের অফিসাররা তদন্ত করে দেখছেন। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে এই আগুন লাগিয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দমকল।
এই ঘটনায় ঘাটাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584