পাটুলি রেলস্টেশন সংলগ্ন রাস্তার সংস্কারের কাজ শুরু

0
270

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

the work of road reformers is start
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল পাটুলি রেলস্টেশন সংলগ্ন রাস্তাটি।বৃষ্টি হলেই জল কাদায় একাকার হয়ে যেত এই বেহাল রাস্তাটি। স্থানীয় বাসিন্দারা বারবার প্রশাসনিক কর্মকর্তাদের নজরে নিয়ে এলেও কাজের কাজ হচ্ছিল না।শেষমেষ এই বেহাল রাস্তার জন্য বরাদ্দ হয় অর্থ এবং তার কাজও শুরু হয়েছে।

the work of road reformers is start
চলছে রোড রোলার।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেহাল রাস্তার সংস্কারের দাবিতে পথে নামল স্কুলপড়ুয়া থেকে এলাকাবাসী

সোমবার দেখা গেল বেহাল রাস্তা সংস্কারের জন্য পিচের এর ঢালাই চলছে।স্থানীয়দের অভিযোগ ছিল যে ব্যান্ডেল কাটোয়া রেল শাখার একটি অন্যতম রেলস্টেশন পাটুলি।এখানকার হাজার হাজার যাত্রী সাধারণ সকাল থেকে রাত পর্যন্ত রুটিন পথে যাতায়াত করে থাকে।কেউ কাটোয়া শহরে কেউ বর্ধমান নবদ্বীপ হাওড়া শিয়ালদা যাতায়াত করে থাকেন যাত্রীরা।কিন্তু পাটুলি রেল বাজারের এই রাস্তাটির অবস্থা ছিল বেহাল। মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।

সোমবার পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে যে এই বেহাল রাস্তার জন্য বরাদ্দ হয় অর্থ এবং কাজ শুরু হল।বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরুতে খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীরা সাথে খুশি টোটো চালক এবং ভ্যান চালকরা।
বিডিও সৌমিক বাগচি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই রাস্তার এই বেহাল হয়ে পড়েছিল শেষমেষ রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর জন্য ভালো হলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here