পরীক্ষা কেন্দ্রের অব্যবস্থায় ক্ষুব্ধ কর্মরত শিক্ষক পরীক্ষার্থীরা

0
75

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

The Working teacher angry at examination hall
নিজস্ব চিত্র

কর্মরত শিক্ষকদের পরীক্ষাকেন্দ্রের কো-অর্ডিনেটরের বিরুদ্ধে অমানবিকতার আচরণে সরব শিক্ষকরা।রাজ্যের প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা বাড়ানোর পরীক্ষা চলছে।এই পরীক্ষার জন্য শিক্ষকদের বিভিন্ন কেন্দ্রে সিট ফেলানো হয়েছে।

The Working teacher angry at examination hall
নিজস্ব চিত্র
The Working teacher angry at examination hall
নিজস্ব চিত্র

এমনই একটি কেন্দ্র হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকার Kendriya Vidyalaya RBNM(Salboni Taksal) centre code-31920004
এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষকদের অভিযোগ তাঁদের মোবাইল ব্যাগ রাখবার জন্য কোনো নির্দিষ্ট রুম রাখা হয়নি।সেন্টার কো অর্ডিনেটরকে জানানো হলে তাঁদের ব্যাগগুলি খোলা স্থানে আকাশের নীচেই রেখে দিতে বলা হয়।

আরও পড়ুনঃ অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা

এক পরীক্ষার্থী শিক্ষক সুবোধ মাহাতো জানান,পরীক্ষা চলাকালীন বৃষ্টি এলে তাঁরা কর্তৃপক্ষের কাছে জানালে তাদেরকে জানানো হয় তাদের ব্যাগের উপর ত্রিপল চাপা দেওয়া আছে।পরীক্ষা শেষে সম্পূর্ণ ভিন্ন ঘটনা দেখেন শিক্ষক শিক্ষিকারা।

সুবোধবাবু বলেন,পরীক্ষা দিয়ে বেরিয়ে দেখি আমাদের ব্যাগ,মোবাইল সব ভিজে গেছে।আমরা সাথে সাথে সবাই মিলে ওই কেন্দ্রের প্রধানের কাছে জানাতে গেলে তিনি আমাদের কোনো কথা না শুনেই বেরিয়ে যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here