শ্যামল রায়,কালনাঃ
এক মহিলার ভুয়া অ্যাকাউন্ট থেকে এক তরুণীকে হেনস্তা এবং হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কালনার এক যুবক।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শশী কুমার পান্ডে।বাড়ি কালনা শহরে।জানা গিয়েছে যে বেশ কয়েক মাস আগে ভুয়া প্রোফাইল খুলে লেক থানা এলাকার এক তরুণীকে হেনস্তা এবং হুমকি দিয়ে এসেছিল কালনার ওই যুবক।
ওই যুবককে বারবার বলা সত্ত্বেও শোনেনি বলে জানান অভিযোগকারী।তারপর বাধ্য হয়ে ওই তরুণী ব্লক করে দেয়ার পরেও অন্য অ্যাকাউন্ট থেকে ওই তরুণীকে হেনস্তা এবং হুমকি দিয়েছিল এমনকি অভিযোগকারিণীর ছবি এডিট করে বিকৃতি করে পোস্ট করেছিলো বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।তাই বাধ্য হয়ে ওই তরুণী লেক থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
আরও পড়ুনঃ ভারতের আক্রমণঃসময় মতো প্রত্যাঘাত করবে পাকিস্তান, হুমকি ইমরানের
পুলিশ তদন্ত নেমে ওই যুবককে কালনা থেকে গ্রেফতার করে বুধবার রাতে।বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ থেকে পুলিশ তদন্ত করে ওই যুবককে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।তবে ধৃত যুবক পুলিশের কাছে অভিযোগ করেছেন যে ওই তরুণী তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে। ফেসবুকে পরিচয় হওয়ার পর কিছুদিন পর সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই তরুণী অভিযোগ দায়ের করেছে।এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584