যুবকের মৃতদেহ উদ্ধার-বাবার দাবি খুন, এলাকায় কানাঘুষা পরকীয়া

0
73

শ্যামল রায়,নবদ্বীপঃ

ব্যান্ডেল কাটোয়া রেল শাখার নবদ্বীপ রেলগেট কলাবাগান সংলগ্ন রেললাইনের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের জি.আর.পি.পি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম কালাচাঁদ ঘোষ,বয়স২৮। বাড়ি নবদ্বীপ থানার তেঘরি ফিল্ডের প্রফুল্ল নগরে।
মঙ্গলবার মৃত যুবকের বাবা স্বপন ঘোষ দাবি করেছেন যে তার ছেলেকে মেরে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। তিনি দোষীদের শাস্তির দাবি করেছেন। স্বপন বাবু ছেলেকে খুন করা হয়েছে দাবি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন নবদ্বীপ ধাম রেলওয় স্টেশন জিআরপির কাছে।
মৃতের বাবা স্বপন ঘোষের কাছ থেকে আরও জানা গেছে যে শনিবার রাত থেকে ছেলের মোবাইল বন্ধ থাকায় তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খবর দিলে নবদ্বীপ ধাম রেল স্টেশন জিআরপি মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে‌‌। বাবার আরও দাবি ছেলের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।

the young man dead body recover | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও স্থানীয় সূত্রে জানা গেছে যে কালাচাঁদ কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে জানা গিয়েছে মৃত কালাচাঁদ ঘোষ দীর্ঘদিন ধরে কলাবাগানের রেল লাইন ধরে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিল। অবৈধ সম্পর্কে কিছুটা ফাটল ধরার কারণে ওই মহিলা ও স্বামীর সাথে তিক্ততা বেড়ে যাওয়াও মৃত্যুর কারণ হতে পারে। ওই বাড়ির সংলগ্ন রেলপথ থাকার কারণে ঠেলাঠেলিতেও ওই যুবকের রেলের ধাক্কায় মৃত্যু হতে পারে।
তবে পুলিশ জানিয়েছে যে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এবং রেলের চালকের কাছ থেকে রিপোর্ট এলে অনেক পরিস্কার হবে।

তবে এলাকায় কানাঘুষা চলছে যে মৃত যুবক কালাচাঁদ ঘোষ পেশায় ছিল ইলেকট্রিক মিস্ত্রি। কিন্তু নবদ্বীপ রেলগেট পুরনো টোল ট্যাক্সের কাছে তার একটি চায়ের দোকানও রয়েছে। কখনো কখনো সে এবং তার বাবা ওই চায়ের দোকান চালাত। তবে পরকীয়া প্রেমের কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের বলে এলাকার বাসিন্দারা মনে করছেন।

আরও পড়ুন: কলকাতার আদলে আসানসোল-দূর্গাপুর পুলিশের উর্দির রং পরিবর্তন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here