প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়

0
68

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনাকে নিয়ে দুশ্চিন্তায় বিশ্ববাসী। এরই মধ্যে এল আরও একটি দুঃসংবাদ। চলে গেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়।

Usha Ganguly | newsfront.co
প্রয়াত ঊষা গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে জীবনাবসান হয় তাঁর। দক্ষিণ কলকাতার সাউথ সিটির উল্টো দিকে নিজের বাড়িতে একাই থাকতেন তিনি। আজ সকালে পরিচারিকা এসে দেখেন মাটিতে পড়ে আছেন ঊষাদেবী। এরপর চিকিৎসককে খবর দেওয়া হলে, ঊষা গঙ্গোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ নীরবে চলে গেলেন সত্যজিৎ রায়ের প্রিয় জাগলার অভয় মিত্র

জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। প্রথম হিন্দি থিয়েটার ‘রঙ্গকর্মী’র নাট্যব্যক্তিত্ব ছিলেন ঊষা গঙ্গোপাধ্যায়। ১৯৪৫ সালে রাজস্থানে জন্মগ্রহণ করেন তিনি। রাজস্থানেই ভরতনাট্যমের তালিম নেন ঊষাদেবী। এরপর কলকাতায় এসে শ্রী শিক্ষায়তন কলেজে হিন্দি বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি।

প্রথম জীবন শিক্ষকতা দিয়ে শুরু করলেও পরবর্তীকালে পুরোপুরি নাটকের কাজে মন দেন। পাশাপাশি সঙ্গীত কলা মন্দিরে যোগ দিয়ে শূদ্রক রচিত ‘‌মৃচ্ছকটিকম’‌ অবলম্বনে ‘‌মিট্টি কি গাড়ি’‌ নাটকে বসন্তসেনার অভিনয় দিয়ে প্রথম অভিনয় জীবনে পা রাখেন ঊষাদেবী।

বাংলা থিয়েটারে তিনি রেখেছেন অসামান্য কৃতিত্বের স্বাক্ষর। একজন ভারতীয় পরিচালক-অভিনেত্রী এবং সক্রিয় সমাজকর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন। তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৭০ সালে। ১৯৭০ ও ১৯৮০-র দশকে হিন্দি থিয়েটারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

১৯৭৬ সালে ‘রঙ্গকর্মী’ গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করেন ঊষাদেবী। এরপর ‘রঙ্গকর্মী’ গ্রুপ থিয়েটার প্রযোজিত ‘মহাভোজ’, ‘লোক কথা’, ‘হোলি’, ‘কোর্ট ‘মার্শাল’, ‘রুদালি’,‘চন্ডালিকা’, ‘শোভাযাত্রা’ এবং ‘মানসী’-র মতো নাটকগুলো সহজেই দর্শকের মন জয় করে নেয়। ১৯৯৯ সালে ‘রঙ্গকর্মী’ প্রযোজিত প্রথম বাংলা নাটক ‘মুক্তি’ পরিবেশিত হয়। এই নাটকটিও দর্শকের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। ২০০৩ সালে কাশীনাথ সিং-এর গল্প ‘কানে কৌন কুমতি লাগে’ অবলম্বনে ‘কাশিনমামা’ নাটক লেখেন ঊষাদেবী।

১৯৯৮ সালে পরিচালনার জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তৃপ্তি মিত্র-এর পরিচালনায় ইবসেনের নাটক ‘‌আ ডলস্‌ হাউস’‌ অবলম্বনে ‘‌গুড়িয়া ঘর’‌–এ অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন ঊষা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন এই বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।

তাঁর প্রয়াণে শোকের ছায়া নাট্যজগতে। ঊষা গঙ্গোপাধ্যায়ের জীবনাবসানে শিল্পীমহল থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতানেত্রী সকলেই শোকজ্ঞাপন করেছেন। মৃত্যুর খবর পেয়ে শোকজ্ঞাপন করেছে রাজ্যসরকারও। ঊষাদেবী তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে সকলের মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here