নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউন এর মাঝে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার গুড়দলা তে। অভিযোগ পুলিশকে ঘটনার বিবরণ জানিয়ে কোন সুরাহা হয়নি।ঘটনায় জানা যায় বেলদা থানা এলাকার গুড়দলা গ্রামের বাসিন্দা গৌরহরি পাল নামে এক ব্যক্তির ভুসিমালের দোকান রয়েছে এবং গত দুদিন আগে থেকে তিনি তার ছেলের চিকিৎসার জন্য মেদিনীপুরে রয়েছে এবং সেখানে তার ছেলের চিকিৎসা চলছে।
ফলে দোকান দুদিন ধরেই বন্ধ রয়েছে। কিন্তু বৃহস্পতিবার তার দোকানে চুরির ঘটনা জানতে পারে তার একজন আত্মীয়ের মাধ্যমে ৷ জানার পরেই তিনি বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কে জানান এবং পঞ্চায়েত প্রতিনিধির মাধ্যমে থানাতে জানানো হয় । কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও পুলিশ প্রশাসনের কোনো দেখা মেলেনি৷
আরও পড়ুনঃ লকডাউন অমান্য করায় রায়গঞ্জে আটক দশ
এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। এদিকে দোকানের সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। একদিকে তাদের পরিবারের একজন চিকিৎসাধীন ,অন্যদিকে তার দোকানের সর্বস্ব চুরির ঘটনায় গৌরহরিপালের পরিবার অসহায় হয়ে পড়েছে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশি পদক্ষেপের ওপর নির্ভর করে অধীর আগ্রহে বসে রয়েছে তার পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584