নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
এবার চুরি হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাড়িতে। তার পর্তুগালের মাদেইরার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। লিস বনে যেদিন স্পেনের বিরুদ্ধে নামে পর্তুগাল সেদিনই ঘটনাটি ঘটে।
মাদেইরার বিলাসবহুল বাড়িতে চুরির ঘটনাটি সামনে আসে। তবে সি আর সেভেনের বাড়ি থেকে বেশি কিছু নিতে পারেনি চোর। রোনাল্ডোর সই করা জুভেন্তাসের একটি জার্সিই চুরি হয়েছে।
আরও পড়ুনঃ টি টোয়েন্টিতে বোলারদের আরও সুবিধা দেওয়ার পক্ষে গাভাসকার
পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ এসেছে। চুরির সময় রোনাল্ডোর বাড়িতেই বা কে কে ছিলেন তা এখনও জানা যায় নি। মাঝে মধ্যে সি আর সেভেন এই বাড়িতে এসে সময় কাটাতেন লকডাউনের সময়ও বান্ধবী জর্জিনা এবং সন্তানদের নিয়ে এখানে ছিলেন রোনাল্ডো।
আরও পড়ুনঃ পেনাল্টি মিস করা প্লাজার পাশেই দীপেন্দু
রোনাল্ডোর বাড়ি-র কর্মচারি বাড়ির গ্যারেজের দরজা খুলে রেখেছিলেন। সেই দরজা দিয়েই চোর বাড়িতে ঢুকেছিল। যে জার্সিটি চুরি হয়েছে তাঁর মূল্য ২০০ ইউরো। এছাড়াও বেসবলের একটি ক্যাপও মিলছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584