নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দিনে দুপুরে মোটর বাইকের ডিকি ভেঙে ৪ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে এক দুষ্কৃতী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর বাজারে। অভিযোগ, ১ যুবক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইসলামপুর শাখা থেকে ওই টাকা তুলে একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে অন্য একটি কাজের জন্য আসেন।
সেখানে একটি দোকানে যেতেই পিছন ফিরে দেখেন তাঁর বাইকের ডিকি ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি তিনি ইসলামপুর পুলিশকে জানান । স্থানীয় আগডিমতিখুন্তি গ্রাম পঞ্চায়েতের বানিয়াহাট এলাকার সাব্বির আলম নামের ওই যুবক জানান, তার বাইকের ডিকির ভিতরে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল। তাদের চা বাগানের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন তিনি।
আরও পড়ুনঃ রাখির পসরা সাজিয়েও কার্যত নিরাশ ব্যবসায়ীরা
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ওই টাকা তুলে তিনি তা মোটর বাইকের ডিকিতে ঢুকিয়ে রাখেন। তাকে সম্ভবত কেউ অনুসরণ করছিল বলে অনুমান তাঁর। শুক্রবার দুপুরের এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে ইসলামপুর থানার পুলিশ।
তবে প্রকাশ্যে আচমকা এই ধরনের টাকা লুটের ঘটনা কে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584