সালারের এরেরা গ্রামের কালী মন্দিরে গহনা চুরি

0
105

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

রবিবার সালার থানার অন্তর্গত এরেরা গ্রামের কালী মন্দিরে তালা ভেঙে মূর্তির রুপোর মুকুট চুরি হয়। মন্দিরের সেবায়েত প্রশান্ত কুন্ডু জানান, গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ মন্দিরে সন্ধ্যা আরতি করে তালা বন্ধ করে বাড়ি চলে যান। রবিবার সকাল ছটা নাগাদ প্রধান সেবায়েত মন্দির এসে দেখেন যে মন্দিরের দরজার ও গ্রিলের তালা ভাঙ্গা অবস্থা রয়েছে।

Salar Kali temple
এরেরা গ্রামের ওই কালী মন্দির

পরে তিনি মন্দির কমিটির সভাপতি প্রশান্ত দাসকে বিষয়টা জানান এবং সালার থানায় খবর দেওয়া হয়। মন্দির কমিটির বিবরণ অনুযায়ী, কালী মন্দিরের গ্রিলের গেট ও প্রধান দরজার কড়া ভেঙে ভেতরে ঢোকে এবং মন্দিরের প্রতিমার মাথার রুপোর মুকুট, একজোড়া কানের রিং সহ প্রণামী বক্সসে পাঁচ থেকে ছয় হাজার টাকা চুরি গেছে বলে অভিযোগ জানান। সালার থানা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

এরেরা গ্রামের এই কালী মন্দিরটি জাগ্রত মন্দির বলে এলাকায় পরিচিত এবং সবচেয়ে বড় কালি মন্দির হিসেবে প্রতিষ্ঠিত। এই চুরির ঘটনায় এলাকায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও সালার থানা ওসি ইন্দ্রজিৎ মহন্ত নিজে ঘটনাস্থলে যান এবং সমস্ত বিষয় খতিয়ে দেখেন।

আরও পড়ুনঃ কোয়েল পাখি চাষে সাফল্যের মুখ দেখছেন মুর্শিদাবাদের সাইনুল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here